১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শেষ করতে হবে চ্যাম্পিয়ন্স লিগ

-

কী আছে চ্যাম্পয়ন্স লিগের ভাগ্যে? করোনাভাইরাসের কারণে খাদের কিনারায় চলে এসেছে এবারের মৌসুম। করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে লিগের কাপালে হয়তো খারাপি অপেক্ষা করছে। কারণ, একটা সম্ভাব্য সময় জানা গেল ইউরোপের ফুটবল প্রধান আলেকসান্দের চেফেরিনের কথায়। উয়েফার দুই ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ আগামী ৩ আগস্টের মধ্য শেষ করতে হবে জানিয়েছেন তিনি। জার্মানির একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মৌসুম শেষ করার সময়সীমা নিয়ে বলেন চেফেরিন। ‘চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ পুনরায় শুরু করার জন্য আমাদের হাতে অনেক বিকল্প আছে। এটা হতে পারে মে, জুন, জুলাই আবার খেলা নাও হতে পারে। সেই বিকল্পও আলোচনায় আছে।’ চেফেরিন আরো বলেন, ‘একটা গ্রুপ এটা নিয়ে কাজ করছে, তবে এটা কর্তৃপক্ষের খেলতে দেয়ার ওপরও নির্ভর করছে। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ, সবই আগামী ৩ আগস্টের মধ্যে অবশ্যই শেষ করতে হবে।’


আরো সংবাদ



premium cement