২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দোয়া করতে হবে বিশ্বের জন্যও : আকবর

-

করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ভিডিওবার্তা দিয়েছেন। এবার সে পথে হাঁটলেন বাংলাদেশের হয়ে একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় সবাইকে স্বাভাবিক বিধিনিষেধগুলো মেনে চলতে অনুরোধ করেছেন।
ভিডিওবার্তায় বলা আকবরের কথা হুবহু তুলে ধরা হলো নয়া দিগন্তের পাঠকদের জন্য, ‘আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়টা আমাদের ধৈর্য ধরে থাকতে হবে বাসার মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সব বিধিনিষেধ দেয়া হয়েছে সে সব মেনে চলতে হবে। যেমন ঘন ঘন হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা এসব এখন মেনে চলতে হবে।
এই কঠিন সময়ের মধ্যেও আমাদের দেশের যেসব স্বাস্থ্যকর্মী, সামরিক বাহিনী, প্রশাসন ও মিডিয়ার লোকজন আমাদের জন্য কাজ করে যাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এ সময় আমাদের দায়িত্ব হলো ঘরে থেকে তাদের সাহায্য করা। আর বেশি বেশি দোয়া করা। শুধু বাংলাদেশের জন্যই না, পুরো বিশ্বের জন্য দোয়া করা।’


আরো সংবাদ



premium cement