২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সহায়তা পাবেন বিসিবির স্টাফরাও

-

করোনাভাইরাসের কারণে অফিস, আদালত, হোটেল সবই দিনের পর দিন বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষরা। এমন পরিস্থিতিতে আরেকবার সহযোগিতার হাত বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামসহ বিভিন্ন স্টেডিয়ামের মাঠকর্মী, বোর্ডের পিয়ন, অফিস স্টাফ ও পরচ্ছন্নতা কর্মীসহ মোট ৩০০ কর্মচারীকে এককালীন অর্থসাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খোদ বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।
নিজামউদ্দীন চৌধুরী সুজনের কথায়, ‘এককালীন একটা অর্থ দেয়া হবে। এখন পর্যন্ত প্রকৃত অর্থের পরিমাণ ঠিক করা হয়নি। তবে মাঠকর্মী, বিসিবি স্টাফ ও পিয়ন, অফিস স্টাফ ও পরিচ্ছন্নতা কর্মীসহ ৩০০ স্টাফকে আমরা মাসিক বেতন নিয়মিত দেয়ার পাশাপাশি এককালীন কিছু অর্থসাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এটা দেয়া হবে।’
এর আগে জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বাইরে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের আর্থিক সাহায্যে এগিয়ে আসে বিসিবি। চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের এককালীন ৩০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন বোর্ড সভাপতি। এরপর মহিলা ক্রিকেটারদের জন্যও এককালীন ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়। সূত্র মতে স্টাফদের ৫ থেকে ৭ হাজার টাকা করে দেয়া হতে পারে।


আরো সংবাদ



premium cement