১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

বাড়ি ভাড়া মওকুফ করলেন তাসকিন

-

আগামীকাল ৩ এপ্রিল তাসকিনের জন্মদিন। ২৫ বছরে পা দেবেন জাতীয় দলের এই পেসার। প্রতি জন্মদিনেই তাসকিনকে উপহার দেন তার বাবা আব্দুর রশিদ। আসন্ন জন্মদিনেও তাসকিন যে বাবার পছন্দে উপহার পাবেন তা পুরোপুরি নিশ্চিতই ছিল। তবে বাবার কাছ থেকে নিজেই উপহার চেয়ে নিলেন তাসকিন। বাবার কাছে ব্যতিক্রমী উপহার আবদার করলেন তাসকিন। আর সেটি হলো- নিজের জন্মদিনের উপহার হিসেবে সব ভাড়াটিয়ার এক মাসের ভাড়া মওকুফ করে দিতে বাবাকে অনুরোধ করেন তাসকিন। ছেলের এ মানবিক আবদার সাদরে গ্রহণ করেছেন তাসকিনের বাবা।
করোনা মহামারীতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে নিম্নবিত্তরা। বাড়িভাড়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছেন তারা। তাই দেশের অনেক বাড়িওয়ালাই তাদের ভাড়াটিয়ার বাড়িভাড়া মওকুফ করে দিয়েছেন। এবার সেই অসাধারণ মানবিকতার জন্ম দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বাবা।
তাসকিনের বাবা রশিদ বলেন, ‘কাল তাসকিন এসে বলল, বাবা প্রতি বছরই তুমি আমার জন্মদিন উপলক্ষে কিছু না কিছু উপহার দাও। তুমি এবার যত ভাড়াটিয়া আছে, তাদের এক মাসের ভাড়া নিও না। তারপর সবাইকে জানিয়ে দিলাম এবার তাদের ভাড়া দিতে হবে না।’
এখানেই থেমে থাকেননি তাসকিনের বাবা। এর আগে নিজ উদ্যোগে অসহায়-দুস্থদের সহায়তা করছেন। তিনি জানান, ‘সবাইকে উৎসাহিত করার জন্য এসব করে সবাইকে দেখানো হচ্ছে। সবাই যেন এগিয়ে আসে। সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নিজের জন্য প্রচার নয়- সবাইকে এগিয়ে আসার জন্যই এ প্রচার।’


আরো সংবাদ



premium cement