২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বার্সেলোনায় ফিরতে চান জাভি

-

আবারো স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনায় ফিরতে চান সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ। তবে খেলোয়াড় হিসেবে নন, কোচ হিসেবে। কিছুদিন আগে কোচ আরনেস্তো ভালদের্দেকে সরিয়ে দেয়ার পর জাভিকে প্রধান কোচের দায়িত্ব দেয়ার প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা ক্লাব কিন্তু তাতে রাজি হননি সাবেক এই মিডফিল্ডার। পরে বার্সার দায়িত্ব পান কিক সেতিয়েন।
তবে এখন মনস্থির করেছেন জাভি, বার্সেলোনার কোচ হতে আগ্রহী। তিনি বলেন, ‘আমি পরিষ্কার যে, আমি বার্সেলোনায় ফিরতে চাই, আমি খুবই রোমাঞ্চিত। হতে পারে কয়েক বছর আগে নিজেকে সম্মানী করতে পারতাম।কিন্তু এখন যেহেতু আমি কোচিং করাতে চাচ্ছি, আমি মনে করি খেলোয়াড়দের কাছ থেকে তা পেতে পারি।’
কোচ হিসেবে দল নিয়ে নিজের ভাবনার কথা বার্সালোনার কাছে তুলে ধরেন জাভি, ‘আমি তাদের কাছে এটা বিষয় পরিষ্কার করেছিলাম, আমি নিজেকে একটা প্রকল্পের মধ্যে দেখি, যার শুরু হবে শূন্য থেকে এবং যেখানে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটি হবে শুধুই আমার।’
গত জানুয়ারিতে বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব পান ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা জাভি। তখন তিনি বলেছিলেন, খুব দ্রুত হয়ে যাচ্ছে। এটি সঠিক সময় নয়।
এখন দায়িত্ব নেয়ার ব্যাপারে আগ্রহ হওয়ার কারণ হিসেবে জাভি বলেন, ‘যাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, তাদের সাথে আমি কাজ করতে চাই। যার মধ্যে আনুগত্য আছে। যাদের বৈধতা আছে, ড্রেসিংরুমের আশপাশে কেউই ঝামেলা হতে পারবে না।’
কার্লোস পুয়োলের মতো সাবেক সতীর্থরাও ফিরলে তার জন্য কাজ করা সহজ হবে বলে জানান ৪০ বছর বয়সী জাভি। তিনি বলেন, ‘আমি এই দলের খেলোয়াড়। আমি একা সিদ্বান্ত নিতে চাই না। এখানে সকলের সাথে আমরা সিদ্বান্ত নিই। কারণ এটি ঐকমত্যের একটি কাঠামো। যদিও এ বিষয়ে নিয়ে আমার শেষ কথা রয়েছে।’
বর্তমান দল নিয়ে নিজের মতামত তুলে ধরেন জাভি। তিনি বলেন, ‘গোলরক্ষক দিয়ে শুরু করি, আমি মনে করি সে (স্টেগান) বর্তমানে বিশ্বসেরা। জর্ডি আলবা আমার কাছে বিশ্বসেরা লেফট-ব্যাক, পিকে বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার, বুসকেটস বিশ্বসেরা ডিফেন্সিভ মিডফিল্ডার, আর লিওনেল মেসি বিশ্বের সেরা ফুটবলার।
যদি ডি ইয়ং ও আর্থারের কথা বলেন, তারা আমার কাছে এমন ফুটবলার যারা বার্সেলোনায় ১০ বছর সফলতার সাথে খেলতে পারে। ভিত্তিটা খুবই ভালো।’
নেইমারকেও নিজের দলে চান জাভি। তিনি বলেন, ‘আমি নেইমারের মতো উইঙ্গার আনতে চাই। সে কতটা যোগ্য জানি না, তবে ফুটবলের বিচারে, আমার কোনো সন্দেহ নেই যে, এটা হবে একটা আকর্ষণীয় দলবদল।’ ২০১৫ সালে বার্সেলোনা থেকে বিদায় নিয়ে আল-সাদে যোগ দেন জাভি। বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ ২৫টি ট্রফি জিতেন এই মিডফিল্ডার।

 


আরো সংবাদ



premium cement