২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাতিল হচ্ছে উইম্বলডন

-

ফ্রেঞ্চ ওপেন পেছানোর পর করোনাভাইরাস মহামারীর কারণে এবার বাতিল হতে যাচ্ছে উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ। এই সপ্তাহে ইভেন্টটি বাতিল করার ঘোষণা আসতে যাচ্ছে। এমন ইঙ্গিত দিয়েছেন জার্মানির টেনিস ফেডারেশনের সহসভাপতি ডার্ক হোর্ডোর্ফ। সূচি অনুযায়ী ২৯ জুন শুরু হওয়ার কথা ছিল উইম্বলডন। হোর্ডোর্ফ ফরাসি ক্রীড়া দৈনিক এল ইকুইপকে বলেছেন, ‘এটা কোনো গুজব নয়। ওরা উইম্বলডন বাতিল করার সিদ্ধান্তটা খুব দ্রুতই জানাবে।’ ফ্রেঞ্চ ওপেন বাকিদের সাথে আলোচনা না করেই ইভেন্টটি পিছিয়েছে। ফলে ইউএস ওপেন শেষ হওয়ার মাসখানেক পর শুরু হবে এই ইভেন্ট। যে কারণে সমালোচনা হচ্ছে খুব। মে মাসের বদলে নতুন সূচিতে হওয়ার কথা ২০ সেপ্টেম্বর।

 


আরো সংবাদ



premium cement