২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

৫১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

রায়না একাই ৫২ লাখ
-

প্রাণঘাতী করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করার জন্য ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি রুপির আর্থিক অনুদান দিচ্ছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ছাড়া ব্যক্তিগতভাবে এই তহবিলে অনুদান দিয়েছে অধিনায়ক বিরাট কোহলি ও অলরাউন্ডার সুরেশ রায়না।
এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘কেন্দ্রীয় সরকারের ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দান করার সিদ্বান্ত নিয়েছে প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ ও বোর্ডের বাকি সদস্যরা। দেশের জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ও করোনাসংক্রান্ত গবেষণায় সহায়তা করাই প্রধান উদ্দেশ্য।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘দিন দিন করোনা সংক্রমণের মাত্রা বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাই সব চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সবার পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য আমাদের। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার সাথে দেশের সুরক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৈরি বিসিসিআই।’
কোহলি ও রায়নার অনুদান
ভারতের বাঁ হাতি মারকুটে ব্যাটসম্যান সুরেশ রায়না ৫২ লাখ রুপি অনুদান দিচ্ছেন। এর মধ্যে ৩১ লাখ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে ও বাকি ২১ লাখ উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রীর দাতব্য তহবিলে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর নিশ্চিত করেন রায়না নিজেই। তিনি লিখেন, ‘কোভিড-১৯-কে হারানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারাও নিজেদের দায়িত্ব পালন করুন।’
রায়নার এই উদ্যোগের প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে রায়নার প্রতি প্রশংসা তুলে ধরেন এভাবে, ‘এটি একটা অসাধারণ ফিফটি।’
এ দিকে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড নায়িকা আনুশকা শর্মাও সাড়া দিয়েছেন নরেন্দ্র মোদির আহ্বানে। পরিমাণ উল্লেখ না করলেও এই দম্পতি জানিয়েছেন তারা প্রধানমন্ত্রীর তহবিল ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে পৃথক অনুদান দিচ্ছেন।
ভারতে করোনাভাইরাসে ৯৩৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ২০ জন। তাই আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো ভারতজুড়ে লকডাউন রয়েছে। করোনাভাইরাসে কারনে ইতোমধ্যে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও স্থগিত হয়েছে; যা ২৯ মার্চ থেকে শুরুর সূচি ছিল। চলমান মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজও স্থগিত হয়।


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সকল