১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ভিডিও কনফারেন্সে আইসিসির সভা

-

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত ২৩ মে বন্ধ হয়ে গেছে আইসিসির সদর দফতর। বাসা থেকে কর্মীদের কাজ করার নির্দেশ দেয় আইসিসি। তাই এবার নির্ধারিত আইসিসির সভাটি ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে।
করোনাভাইরাসের মধ্যে টি-২০ বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ নিয়ে বৈঠক করে আইসিসি। এ ব্যাপারে এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘গোটা বিশ্বে মহামারীর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।’ আইসিসির প্রধান নির্বাহী মনু সাহনি জানান, ‘বিশ্বজুড়ে এখন যা পরিস্থিতি, তার সাথে মানিয়ে নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের বিস্তৃত ব্যবসায়ের ধারাবাহিকতা এবং আকস্মিক পরিকল্পনা অব্যাহত রেখেছি, যা আমাদের দ্রুত বিকশিত বিশ্বের সাথে খাপখাইয়ে নিতে সাহায্য করবে। যার মধ্যে আমাদের ফিরে পেতে হবে। আইসিসি বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যতের ইভেন্টগুলো নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে। চলমান বিপর্যয় সামলিয়ে কিভাবে ভবিষ্যতের সূচি করা যায় এ নিয়ে সদস্য দেশগুলোর সাথে কাজ করবে আইসিসি।’
এবারের বোর্ড মিটিংয়ে গত বছরের আর্থিক হিসাব তুলে ধরা হয়। এ ছাড়াও জানানো হয়, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। কোনো দ্বিপক্ষীয় সিরিজ বাতিল হলে কী করা হবে, এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। কারণ করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে বেশ ক’টি সিরিজ স্থগিত হয়েছে।


আরো সংবাদ



premium cement