২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হাসপাতালের জন্য শেরেবাংলা স্টেডিয়াম দিতে রাজি বিসিবি

-

করোনা আক্রান্তদের পর্যাপ্ত সহায়তা দিতে নির্ধারিত হাসপাতালের বাইরে প্রয়োজন পড়ছে অস্থায়ী হাসপাতালের। এমন অবস্থায় সরকার চাইলে শেরেবাংলা স্টেডিয়াম ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, সরকার চাইলেই আমরা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্থায়ী হাসপাতাল করতে দেব।
মুঠোফোনে জালাল ইউনুস বলেছেন, ‘করোনা এখন জাতীয় সমস্যা। আমাদের এক হয়ে কাজ করতে হবে। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় এবং সরকার আমাদের কাছে মাঠ চায়, আমরা অবশ্যই মাঠ দেবো। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো নির্দেশনা পাইনি। যদি আসে আমরা সাদরে সুযোগটি নেবো। মানুষের জীবন-মরণের প্রশ্ন। ক্রিকেট মাঠ সব সময় তৈরি করা যাবে। মানুষের সেবায় আগে উদার হতে হবে।’


আরো সংবাদ



premium cement