২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তুরস্কের বিশ্বকাপ তারকা আক্রান্ত

-

২০০২ ফুটবল বিশ্বকাপে তুরস্কের গোল পোস্টে মহাপ্রাচীর হয়ে ছিলেন রুসতু রেকেবার। তার নৈপুণ্যেই বিশ^কাপে তুরস্ক তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছিল। সেই কিংবদন্তি পজেটিভ হয়েছেন করোনায়। গত শনিবার তুরস্কের একটি হাসপাতালে পরীক্ষার মাধ্যমে তার শরীরে করোনার সিন্ড্রম শনাক্ত হয়। তার স্ত্রী ইসিল জানিয়েছেন, তিনি নিজে ও ছেলে-মেয়াদেরও পরীক্ষা করা হয়েছে। তবে পরীক্ষায় তারা নেগেটিভ হয়েছেন। আর রুসতু কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তাকে হাসপাতালে রাখা হয়েছে।
৪৬ বছর বয়সী রুসতু রেকবার তার ক্যারিয়ারের বেশির ভাগ সময় তুর্কি ক্লাব ফেনেরবাচের হয়ে খেলেছেন। তিন বছরের জন্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতেও খেলেছেন তিনি। ২০০২ বিশ্বকাপের তারকা রুসতু ২০০৩-০৪ মৌসুমে বার্সার হয়ে মাত্র চারটি ম্যাচই খেলেছিলেন। ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে তার দুরন্ত গোলকিপিংয়ে ক্রয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে তুরস্ক। ২০১২ সালে ১২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে অবসরে যান তিনি।


আরো সংবাদ



premium cement