২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফিট হয়ে ফিরবেন তো ফুটবলাররা!

-

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বন্ধ হয়ে গেছে সাত বছর পর শুরু হওয়া মহিলা লিগও। বাফুফের ক্যাম্পে চলা মহিলা দলের ক্যাম্প বন্ধ। ছুটি নিয়ে ফুটবলাররা যার যার বাড়িতে চলে গেছেন। জাতীয় দলের অধিনায়ক জামাল চলে গেছেন বিদেশে। কবে লিগ বা ক্লাবের ক্যাম্প শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। এই ছুটিতে সব ফুটবলারকে বলা হয়েছে বাড়িতে ফিটনেস ধরে রাখার সব কাজ করতে; কিন্তু তারা কি ফিটনেস ধরে রাখবেন? নাকি সব কিছুতে অনিশ্চয়তার সুযোগে আনফিট অবস্থায় দিন কাটাবেন গ্রামের বাড়িতে।
প্রত্যেক দলই তাদের দেশী ফুটবলারদের ফিট থাকতে নির্দেশ দিয়েছে। ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানান, আমরা সব দেশী ফুটবলারকে বলেছি বাড়িতে ফিরে ফিটনেসটা ধরে রাখতে। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকও জানান, ‘আমি সব ফুটবলারকে শিডিউল দিয়ে দিয়েছি ফিটনেস ধরে রাখার জন্য’।
জাতীয় দলের কোচ জেমি ডে-ও ইংল্যান্ড যাওয়ার আগে ফুটবলারদের সব দিকনির্দেশনা দিয়ে গেছেন। ক্লাব বা জাতীয় দলে এখন আলস্যে আনফিট থাকার কোনো সুযোগই নেই। তাহলেই একাদশে তার জায়গা দখলে নেবেন অন্য জন। এরপরও খেলোয়াড়রা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। অতীতে পুরুষ ফুটবলাররা বাড়ি গিয়ে পরে ক্যাম্পে এসেছে আনফিট হয়ে। বিশেষ করে মহিলা ফুটবলারদের মধ্যে এখন এই প্রবণতা বেশি। সর্বশেষ ক্যাম্পেও তাদের উঠতে হয়েছিল পুরোপুরি আনফিট হয়ে।
ফুটবলারদের মধ্যেও ফিট থাকার সিরিয়াসনেস আছে। জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের মিডফিল্ডার বিপলু আহমমেদ জানান, আমি বাসায় ফিটনেস ধরে রাখার সব কাজই করছি। একই সুর ডিফেন্ডার তপু বর্মণেরও। অন্য ফুটবলাররাও যার যার মতো ফিট থাকার চেষ্টা চালাচ্ছেন।
গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করেন শেখ রাসেলের স্ট্রাইকার রাফায়েল উডুইন। ২২ গোল করা এই নাইজেরিয়ান গতকাল ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন, ঘরেই ফিটনেস ধরে রাখতে জিম করছেন তিনি।
মহিলা দলের কোচ গোলাম রাব্বানী ছোটন জানান, অন্যবারে মতো এবারো মহিলা ফুটবলারদের বলেছি ঘরের মধ্যেই ফিট থাকার সব ব্যায়াম করতে। তবে এবার আগে সুস্থ থাকাটাই জরুরি। আগে জীবন। পরে খেলা।

 


আরো সংবাদ



premium cement