২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ডাক্তার-নার্সদের প্রতি উইলিয়ামসনের খোলা চিঠি

-

করোনভাইরাস মোকাবেলায় প্রথম সাড়ির যোদ্ধা স্বাস্থ্যকর্মীরা। দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা এই দুর্যোগ মোকাবেলায়। নিউজিল্যান্ডও এর বাইরে নয়। দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় ৩০০ জন। স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা ও উৎসাহ দিয়ে নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন আবেগঘন খোলা চিঠি লিখেছেন। নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকায় প্রকাশিত হয়েছে চিঠিটি।
চিঠির শুরুতেই ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উইলিয়ামসন লিখেছেন, ‘আমরা যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, সামনের দিনগুলোতে তার মাত্রা আরো বাড়বে। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে, আপনারা আমাদের পাশে আছেন।’
খেলোয়াড়দের সাথে স্বাস্থ্যকর্মীদের কাজের তুলনা টেনে তিনি লিখেছেন, ‘সবাই বলে, ক্রীড়াবিদদের অনেক চাপের মধ্যে পারফর্ম করতে হয়। তবে সত্যিটা হলো, জীবিকার জন্য যা আমরা প্রতিদিন করি, সেটাই আমরা করতে ভালোবাসি। আমরা শুধু খেলাটা খেলি। মানুষের জীবন বাঁচানো আসলে সত্যিকারের চাপের কাজ। সত্যিকারের চাপ হলো প্রতিদিনই আরেকজনের সুস্থতার জন্য নিজের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে কাজ করে যাওয়া।’
তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক লিখেছেন, ‘আগামী কয়েক সপ্তাহ ও মাসের প্রতিটি দিনে আপনাদের নিজেদের ও আপনাদের সহকর্মীদের এই কাজটিই করতে বলা হবে। এটি একটি বিরাট দায়িত্ব, যা কেবল শ্রেষ্ঠ মানুষেরাই পালন করতে পারে, যারা অন্যের মঙ্গলকেই সবকিছুর ঊর্ধ্বে রাখে। ব্ল্যাকক্যাপস হিসেবে আমরা জানি, নিজের সাথে পুরো দেশের সমর্থন থাকার অনুভূতিটা কেমন। আমরা আপনাদের জানাতে চাই, আপনারা একা নন। পুরো দেশ রয়েছে আপনাদের সাথে। আমরা এই সঙ্কট কাটিয়ে উঠব এবং আপনারাই হবেন সঙ্কট কাটিয়ে ওঠার বড় একটি উপলক্ষ।’

 


আরো সংবাদ



premium cement