২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনায় সোমালিয়ার সাবেক ফুটবলারের মৃত্যু

-

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আফ্রিকার দেশ সোমালিয়ার সাবেক ফুটবলার আব্দুল কাদির মুহাম্মদ ফারাহের। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল ও সোমালি ফুটবল ফেডারেশন গতকাল এই মৃত্যুর কথা জানিয়েছে।
মঙ্গলবার উত্তর-পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। গত সপ্তাহেই তার শরীরে এই ভাইরাসের প্রভাবের কথা জানা গিয়েছিল পরীক্ষার পর। ৫৯ বছর বয়সী ফারাহ সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করতেন। জন্ম হয়েছিল বেলেদওয়েন শহরে ১৯৬১ সালে। জায়গাটি রাজধানী মোগাদিসু থেকে ৩৪২ কিলোমিটার দূরে। ন্যাশনাল স্কুল ফুটবল দিয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় ১৯৭৬ সালে।
এরপর নিজের হোমটাউন হিরানের হয়ে খেলেন ১৯৭৯তে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে। স্থানীয় টুর্নামেন্টই ছিল তার প্রতিভা তুলে ধরার মঞ্চ। সেখান থেকেই তিনি নির্বাচিত হন বাত্রুলকা ফুটবল ক্লাবে খেলার জন্য। যেখানে তিনি ১৯৮০ পর্যন্ত খেলে তার সেরা সময় কাটান।

 


আরো সংবাদ



premium cement