২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এগিয়ে এলেন ফুটবলাররাও

-

দেশের করোনাভাইরাসের কারণে অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। সারা দেশেই এই অবস্থা। এমন পরিস্থিতিতে অন্যদের মতো অসহায়দের সাহায্যার্থে এগিয়ে এলেন জাতীয় দলের ফুটবলাররাও। লিগ অনির্দিষ্টভাবে বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা যে যার বাড়িতে চলে গেছেন। তারা এখন নিজ নিজ এলাকাতেই খাদ্যসামগ্রী বিতরণ করছেন। জাতীয় দলের মিডফিল্ডার বিপলু আহমেদ। সিলেটে গতকাল নিজ উদ্যোগে অসহায় মানুষদের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল বিতরণ করেছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। ৩৫-৪০ জনকে এই খাদ্য বিরতণ করেন তিনি। জাতীয় দলে এখন নেই ইমন বাবু। বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার ঢাকার গেন্ডারিয়াতে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ইমন বাবুর সাথে সাবেক ফুটবলার আতা, আবাহনীর ফুটবলার তাহসিন, লিটনরা এই কাজে অংশ নেন। স্থানীয় সোনালী অতীত ফুটবল দলের সদস্যরা ছিলেন সাথে। কক্সবাজারের চকোরিয়ার গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা ও ইব্রাহিম। জাতীয় দল ও বসুন্ধরা কিংসের এই ফুটবলাররা আগামী কয়েক দিনের মধ্যে গরিব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবেন, জানান জিকো। ডিফেন্ডার তপু বর্মন জানান, তারা সব ফুটবলার মিলে অসহায় মানুষের জন্য কিছু করার উদ্যোগ নিতে যাচ্ছেন।


আরো সংবাদ



premium cement