২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পুলিশের প্রথম মোহামেডানের দ্বিতীয় জয়

পুলিশ ২:১ উত্তর বারিধারা ( রিভেরা, এন্থনিও) ( আরিফ) শেখ রাসেল ১ : ২ মোহামেডান ( হেনরিক) ( সোলেমান, শাহেদ)
গোলের পর পুলিশের খেলোয়াড়দের উল্লাস। ম্যাচ শেষে তা জয়ের আনন্দে পরিণত হয় : মোহাম্মদ শরীফ -

প্রথম দুই ম্যাচেই শক্তিশালী দলের বিপক্ষে পড়েছিল বাংলাদেশ পুলিশ এফসি। ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংস সেই দুই খেলার প্রতিপক্ষ হওয়ায় দলকে হিসেবি ম্যাচ খেলান কোচ নিকোলা ভিতরভিচ। পুলিশ বাহিনীর পরিকল্পনাই ছিল তৃতীয় ম্যাচে তাদের সাথে প্রিমিয়ারে আসা উত্তর বারিধারার বিপক্ষে জয়। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সে লক্ষ্য শতভাগ পূরণ বিসিএল চ্যাম্পিয়ন দলটির। উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা তাদের। দ্বিতীয় ম্যাচে তারা ১-১ ড্র করেছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সাথে। উত্তর বারিধারার এটি দ্বিতীয় হার। প্রথম খেলায় তারা হেরেছিল বসুন্ধরার কাছে। এদিকে নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর উজ্জীবিত অবস্থায় আছে মোহামেডানও। লিগের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেল দর্শকপ্রিয় দলটি। কাল সিলেট স্টেডিয়ামে এবারের মওসুমে ধুঁকতে থাকা শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারের স্বাদ দেয় ফেডারেশন কাপের সেমিফাইনালিস্ট সাদা কালো শিবির। আগের দুই ম্যাচে ড্র করেছিল সাইফুল বারী টিটুর দল শেখ রাসেল।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধেই ২-০তে লিড নেয় ফেডারেশন কাপের সেমিফাইনালিস্ট পুলিশ। কর্নার থেকে আসা বলে তাদের আমেরিকান ফুটবলার সিডনি রিভেরার হেড উত্তর বারিধারা জালে। ৩৭ মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন বুলগেরিয়ান অ্যান্থনিও লেসকভ। ৪৭ মিনিটে উত্তর বারিধারা আরিফের গোলে ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি আলফাজ আহমেদের দল।
সিলেট স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবলের অপর ম্যাচে মোহামেডান ছয় মিনিটেই এগিয়ে যায়। ডিফেন্ডার ইয়ামিন মুন্নাকে ফাঁকি দিয়ে গোল করেন মালির সোলেমান দিয়াবাতে। ৪৩ মিনিটে অবশ্য সমতা আনে শেখ রাসেল। আবদুল্লাহর ফ্রি-কিক থেকে বক্সে বল পেয়ে বল জালে পাঠান পেড্রো হেনরিক। ৮৬ মিনিটে জয় সূচক গোল শন লেনের দলের। শেখ রাসেলের ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজ বল ক্লিয়ার করতে গিয়ে বল জমা দেন বিপক্ষ ফুটবলার শাহেদ হোসেনের পায়ে। মোহামেডানের এই ফুটবলার মুহূর্তেই তা লক্ষ্যে পাঠিয়ে দলের দ্বিতীয় জয় নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল