২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

স্পিন মোকাবেলায় আমরা অভ্যস্ত : আরভিন

-

নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস বাংলাদেশ সফরে আসতে পারেননি পারিবারিক কারণে। তার জায়গায় অধিনায়কত্ব পাওয়া ক্রেইগ আরভিন ধরে রাখতে চান ধারাবাহিকতা। আগের সিরিজের সুবাস নিয়েই ঝাঁপিয়ে পড়তে চান মিরপুর টেস্টে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এই মাঠের উইকেটের চরিত্র মন্থর ও স্পিন সহায়ক। সবই জানেন আরভিন। তবে ভড়কে যাচ্ছেন না তিনি ও তার দল। স্পিন মোকাবেলায় তারা অভ্যস্ত হয়ে গেছে বলে জানালেন আরভিন।
জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরম্যান্স নজরকাড়া। তবে সেটি টেস্টে। বাংলাদেশ সফরের আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে তারা। লঙ্কান স্পিনারদের মোকাবেলা করেছে দারুণ সাহসিকতায়। বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন মানসিকভাবে শক্তি জোগাচ্ছে জিম্বাবুয়েকে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে তুমুল লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গিয়েছিল জিম্বাবুয়ে। পরের টেস্টে তারা ঠিকই ড্র আদায় করে। ১৪ মাস পর টেস্ট খেলতে নেমেও তাদের পারফরম্যান্সে ছিল দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন। সব বিভাগেই লড়েছে তারা নিজেদের উজাড় করে। ‘শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি ভালো ছিল। ভালো দু’টি টেস্ট কাটিয়েছি আমরা, দু’টিই পঞ্চম দিনে গিয়েছে। ওই সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচেও ফিরিয়ে আনতে চাই।’
লঙ্কান সিরিজেই স্পিনারদের দারুণভাবে সামলেছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তাই তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানদের স্পিন মোকাবেলা করতে প্রস্তুত আরভিন, ‘সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দু’টি টেস্টই ভালো কেটেছে। তাদেরও স্পিন আক্রমণ ভালো এবং আমরা তাদের বিপক্ষে ভালো খেলেছি। আমরা জানি, বাংলাদেশ যে স্পিন সহায়ক উইকেট বানাতে পারে এবং সেটির জন্য আমরা প্রস্তুত।’ অধিনায়ক শনের অনুপস্থিতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করেন জিম্বাবুয়ে কোচ লালচাঁদ রাজপুত। তিনি বলেন, ‘শন নেই মানে আমাদের একজন ব্যাটসম্যান, একজন বোলার ও একজন ফিল্ডার নেই। তারপর পুরো দল তার অনুপস্থিতি বুঝতে দেবে না বলেই মনে করছি। বাংলাদেশের কন্ডিশনের সাথে আমরা পুরোপুরি মিশে গেছি।’

 


আরো সংবাদ



premium cement