১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সালমাদের প্রেরণা অনূর্ধ্ব-১৯ দলের সাফল্য

গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে মহিলা টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক। (বাম থেকে) থাইল্যান্ডের সর্ননারিন তিপ্পোচ, ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর, ভারতের হারমানপ্রিত কৌর, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং, ইংল্যান্ডের হিদার নাইট, বাংলাদেশের সালমা খাতুন, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, পাকিস্তানের বিসমাহ মারুফ ও দক্ষিণ আফ্রিকার ডেন ভ্যান নিকের্ক। ২১ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্টের এবারের আসর হ এএফপি -

২১ ফেব্রুয়ারি শুক্রবার থেকে মাঠে গড়াবে মহিলা টি-২০ বিশ্বকাপ। তার আগে গতকাল অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকালে হয়ে গেল ১০ দেশের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন ও ফটোসেশন। বিশ্বকাপের ময়দানি লড়াইয়ে মাঠে নামার আগে বাংলাদেশের অধিনায়ক সালমা জানিয়ে দিলেন এশিয়া কাপের শিরোপা জয় ও অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয় তাদের অনুপ্রাণিত করছে।
তার কথায়, ‘এশিয়া কাপের শিরোপা জয়টা ছিল আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। তবে এখন আমরা কেবল বিশ্বকাপেই মনোযোগ দিতে চাই। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ দু’টি আমাদের মূল লক্ষ্য। সম্প্রতি আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে। আমরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’
২০১৮ সালের জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মহিলা এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে সালমা-জাহানারারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের বিশ্বকাপে ভারতও রয়েছে বাংলাদেশের গ্রুপে। ২৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ নিতে চান জাহানারা
এ দিকে অস্ট্রেলিয়ার সহায়ক কন্ডিশনে বাংলাদেশের পেস আক্রমণে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জাহানারা আলম। তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় খেলার ব্যাপারে কিছুটা রোমাঞ্চিত, কারণ শুনেছি এখানকার পিচ বাউন্সি এবং উইকেট থেকে সহায়তা পাব। এখানে আমি দুই দিকেই বল সুইং করাতে পারছি। কিছুটা ভিন্নতা পাচ্ছি। তাই আমি বেশি রান দিতে চাই না। আর দলের হয়ে সেটিই হবে আমার মূল ভূমিকা।’
জাহানারার টি-টোয়েন্টি রেকর্ডও চমৎকার। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ উইকেট শিকারি তিনি। বাংলাদেশ দলের হয়ে এখনো পর্যন্ত অর্জিত সেরা সফলতারও অংশ ছিলেন জাহানারা। ২০১৮ সালে ঐতিহাসিক ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয়ের সময় উইনিং রানটি এসেছিল তার ব্যাট থেকে।


আরো সংবাদ



premium cement