২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ইয়াসির আলির সুসময়

-

জাতীয় দলে নাম লিখানোর স্বপ্ন থাকে সব খেলোয়াড়ের। সেটি হোক ক্রিকেট, ফুটবল কিংবা হকিসহ যেকোনো ডিসিপ্লিনে। দলে সুযোগ পেতে হলে কাউকে-না-কাউকে টপকাতে হবে পারফরম্যান্স দিয়ে। আবার পারফর্ম করার পরও বসে থাকতে হয় অনেককে সুযোগের অপেক্ষায়। ইয়াসির আলি রাব্বির ক্ষেত্রেই মিলে গেল দুয়ে দুয়ে চার। একে তো ভালো পারফর্ম করছিলেন তার ওপর মাহমুদউল্লাহ রিয়াদের তথাকথিত বিশ্রামই জাতীয় দলে সুযোগ করে দিলো এই তরুণকে।
১৯৯৬ সালে চট্টগ্রামে জন্ম নেয়া ইয়াসির আবাহনী, অনূর্ধ্ব-১৯, চট্টগ্রাম বিভাগ এবং বিপিএলে দু’বার খেলেছেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে। মিডল অর্ডার এই ব্যাটসম্যান প্রথম শ্রেণীতে ৮১ ইনিংসে করেছেন ৬৪৩২ রান, যার মধ্যে আটটি সেঞ্চুুরি এবং ২২টি হাফ সেঞ্চুরি। লিস্ট এ-তে ৬৬ ইনিংসে করেছেন ২২৭৩ রান। দুইটি সেঞ্চরি ১১টি হাফ সেঞ্চুরি।
জাতীয় দলে সুযোগ পাওয়ার পরই যেন আরো জ্বলে উঠলেন ইয়াসির আলি। পূর্বাঞ্চলের হয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ইনিংসে করলেন ১৬৫। ডাবলের কাছে গিয়ে ফেরত গিয়েছিলেন। আর গতকাল দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন আরো একটি সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরি এবারই প্রথম করলেন তিনি। তবে মোট সেঞ্চুরি আটটি। এখান থেকেই আত্মবিশ্বাসের জ্বালানি পেয়েছেন এই ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে যা কাজে লাগাতে চাইবেন সিরিজের একমাত্র টেস্টে।
ইয়াসির ২০১৮ বিপিএলের পর থেকেই জাতীয় দলে রাডারে ছিলেন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সফরেও গিয়েছিলেন; কিন্তু তাকে বিবেচনা করা হয়নি দলে। এরপর ‘এ’ দল ও এইচপির হয়ে একাধিক সিরিজে থাকলেও ইয়াসির নিজেকে মেলে ধরতে পারেননি। শেষ বিপিএলও তার ভালো কাটেনি। তবে সবশেষ জাতীয় লিগ ও চলমান বিসিএলে ভালো করেছেন বলেই ভাগ্য খুলে গেছে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনাতেই সুযোগ পেয়েছেন দলে। তার বিষয়ে নান্নু বলেন, ‘রাব্বী আমাদের এইচপির খেলোয়াড়। জাতীয় লিগে সে ভালো খেলেছে। শেষ ম্যাচে সেঞ্চুরি করেছে। একজন তরুণ খেলোয়াড়ের মধ্যে যা খুঁজি তা ওর মধ্যে আছে। এই টিম ম্যানেজমেন্টের অধীনে আরো উন্নতি করার সুযোগ দেবো।’
গত রোববার দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দাবি করেছেন, বিশ্রামে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। সে যাই হোক জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহর পরিবর্তে একমাত্র টেস্টে নেয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বীকে। টেস্টে মাহমুদউল্লাহ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে তার ব্যাটিং করার সম্ভাবনা জোরালো। তবে দলে তাকে মাহমুদউল্লাহর রিপ্লেসমেন্ট বলতে নারাজ নান্নু।

 


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জন্য ব্রিটেনের ৬২ কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা ব্যাংককের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ  ‘কাম না করলে তো ভাত জুটবো না, তাই রোইদের মধ্যেই কাম করি’ গাজা ইস্যুতে ইউরোপের নীতির সমালোচনায় অ্যামনেস্টি রানা প্লাজা ধসের ১১ বছর গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ : নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার বিপজ্জনক মাত্রার অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক

সকল