১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বার্সেলোনা লিভারপুলের জয়

-

গেটাফের বাধা পেরুতে বার্সাকে সহায়তা করলেন আতোঁয়া গ্রিজম্যান। শনিবার রাতে সফরকারী দলের বিপে ২-১ গোলে জয়লাভ করেছে কাতালান জায়ান্টরা। একই রাতে সাদিও মানের একমাত্র গোলে নরউইচকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে ২৫ পয়েন্টে এগিয়ে গেছে লিভারপুল এফসি।
স্প্যানিশ লা লিগায় ম্যাচের ৩৩ মিনিটে লিওনেল মেসির মাপা পাসের বল দারুণ দতায় প্রতিপরে গোলরক ডেভিড সোরিয়ার মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন গ্রিজম্যান (১-০)। ছয় মিনিট পর গোল করে বার্সাকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন সার্জি রবার্তো। জুনিয়র ফিরপোর কর্নারের ক্রস থেকে বল পেয়ে ল্য ভেদ করেন তিনি (২-০)। তবে ম্যাচের শেষ ভাগে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানধারী গেটাফে একটি গোল পরিশোধ করে। ৬৬ মিনিটের সময় জোড়ালো ভলির সাহায্যে গোল পরিশোধ করেন অ্যাঞ্জেল রড্রিগুয়েজ। টানা চার ম্যাচ পর গোল খায় বার্সা। ৭৩ মিনিটে গেটাফে আবার গোলের সম্ভাবনা সৃষ্টি করলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাই স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে কিকে সেতিয়েনের শীষ্যরা (২-১)। এই জয়ের ফলে ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের পাশে বসলো বার্সা।
প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে লিভারপুলকে ভালোই রুখে দিচ্ছিল নরউইচ। প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পরেনি সালাহ-মানেরা। লিভারপুলের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেবার দ্বারপ্রান্তে যখন ছিল নরউইচ ঠিক তখনই মানে ডেডলক ভাঙেন। ৭৮ মিনিটে হেন্ডারসনের কাছ বল নিয়ে অনেকটা একক প্রচেষ্টায় লিভারপুলকে গোল উপহার দেন এই বদলি খেলোয়াড়।
এই নিয়ে শীর্ষ প্রতিযোগিতায় লিভারপুল ৪৩ ম্যাচ অপরাজিত থাকল। ২০০৩-০৪ সালে আর্সেনালের রেকর্ড ৪৯ ম্যাচের চেয়ে তারা মাত্র ছয় ম্যাচ দূরে রয়েছে। সব মিলিয়ে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের দিকে দারুণ ছন্দে রয়েছে লিভারপুল।


আরো সংবাদ



premium cement