২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মহিলা ফুটবলে নেই কেন সাইফ স্পোর্টিং

-

বাংলাদেশের কাব ফুটবলে একেবারে পেশাদারিত্ব সাইফ স্পোর্টিং কাবে। তারা বছরজুড়ে ট্রেনিং করায় দু’টি বয়সভিত্তিক দলকে। সিনিয়র, জুনিয়র সব দলের ফুটবলারই কয়েক বছরের জন্য চুক্তিবদ্ধ। সবার প্রত্যাশা ছিল এবারের মহিলা ফুটবল লিগে অংশ নেবে সাইফ স্পোর্টিংও। অথচ তাদের কোনো আগ্রই নেই মহিলা লিগে। দলটি মহিলা লিগে অংশ নিলে ভালো মানের টিমই বানাত। এতে মহিলা ফুটবলাররা তাদের কাবে উন্নত প্রশিক্ষণের সাথে ভালো পারিশ্রমিকও পেত। তবে সাইফের মহিলা লিগে না খেলাটা হতাশাজনকই। এ প্রসঙ্গে সাইফ স্পোর্টিংয়ের এমডি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী জানান, আমাদের মহিলা ফুটবলে কোনো সেটআপ নেই। এবার আমরা শিখছি অন্য কাবের মহিলা দল দেখে। তবে আগামীতে মহিলা লিগে অংশ নেব। শুধু তাই নয় মহিলা ফুটবলারদের জন্য অ্যাকাডেমিও করব। আরও যোগ করেন, আমরা এবারের লিগেই বিভিন্ন দলকে দেখবো।
বসুন্ধরা কিংসের মতোই পূর্ণ পেশাদার সাইফ স্পোর্টিং কাব। বসুন্ধরা কিংস একের পর এক নামীদামি ফুটবলার এনে চমক দিচ্ছে। গত বছর নিয়ে আসে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেস। এবার দলে কলিনড্রেসের সঙ্গী আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার লিওনেল মেসির সতীর্থ হারনান বার্কোসকে। বিপরীতে এই ধরনের নামকরা ফুটবলার আনার সুযোগ এবং সামর্থ্য সত্ত্বেও সে পথে হাঁটছে না সাইফ স্পোর্টিং। বরং তারা নিজস্ব উঠতি ফুটবলার তৈরিতেই ব্যস্ত। কেন সাইফ বিশ্বকাপে খেলা বা ফুটবলে বিশ্বখ্যাত কোনো দেশের জাতীয় দলের ফুটবলার দলে টানছে না। নাসির উদ্দিন চৌধুরীর জবাব, আমরা বিদেশী ফুটবলার এনে চমক দেখানোর নীতিতে নেই। আমরা জাতীয় দলকে চমক দিতে চাই নতুন নতুন ফুটবলার সরবরাহ করে। আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশদলেকে ৮-১০ জন ফুটবলার দিতে পারব। সে লক্ষ্যেই কাজ করছি।

 


আরো সংবাদ



premium cement