২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মুস্তাফিজ ঘুরে দাঁড়াবেন\

-

ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) বাজে পারফরম্যান্স কাটিয়ে উঠবেন এবং সেরা ফর্ম নিয়েই লড়বেন বলে আশা করছেন রংপুর রেঞ্জার্সের প্রধান কোচ মার্ক ও’ডনেল।
মুস্তাফিজুরকে ‘এ’ শ্রেণীর খেলোয়াড় হিসেবে দলভুক্ত করা রংপুর আজ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্সের। সম্প্রতি ভারত সফরকালে টি-২০ সিরিজে মুস্তাফিজের দুর্বল পারফরম্যান্স মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। এরপর অনুশীলনে কঠোর পরিশ্রম করেছেন তিনি। তার আসল মনোযোগ ইয়র্কারে। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে যার খুবই প্রয়োজন।
ও’ডনেল বলেন, মুস্তাফিজের বোলিং লক্ষ করেছি, এটি খুবই উৎসাহব্যঞ্জক। তবে এটি নির্ভর করছে আপনি টুর্নামেন্টের শুরুতে কতটা ভালো করছেন। সে অভিজ্ঞ টি-২০ ক্রিকেটার। জানে কোথায় বল করতে হয়, যা সে চেষ্টা করে যাচ্ছে।’
গ্র্যান্ট ফ্লাওয়ারের পরিবর্তে রংপুরের দায়িত্ব নেয়া নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী ও’ডনেল দলীয় অনুশীলন তত্ত্বাবধান করেছেন। বিদেশী খেলোয়াড়রা যোগ না দেয়ায় এখনো পূর্ণাঙ্গ দল বুঝে পাননি জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো সবাইকে পাইনি। বিদেশীরা এখনো আসছে। আমাদের ভালো অনুশীলন হয়েছে। যদিও সূচি কিছুটা কঠিন।’
তিনি বলেন, ছেলেরা নিজেদের সেরা অবস্থানে ফেরাতে সবগুলো সুযোগকেই কাজে লাগাতে চায়। প্রতিটি অনুশীলন সেশনেই তারা এই নিশ্চিয়তা দিতে চাইছে যে তারা ম্যাচের জন্য প্রস্তুত।’
কোচের মতে অনুশীলনে ঘাটতি থাকলেও অন্য দলগুলোর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রংপুর ভারসাম্যপূর্ণ একটি দল। তিনি বলেন, ‘আমার মনে হয় রংপুর ভারসাম্যপূর্ণ দল পেয়েছে। দলে প্রচুর বৈচিত্র্য রয়েছে, যা টুর্নামে›টে আমাদের বড় শক্তি।
আমি আগেও বলেছি প্রথমবারের মতো আমি বাংলাদেশে এসেছি। দুই ঘণ্টার অনুশীলন হয়েছে। এখনো গোটা স্কোয়াড পাইনি। তবে দলের গভীরতা ও তাদের কর্মস্পৃহা খুবই মনোমুগ্ধকর।’


আরো সংবাদ



premium cement