১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পেলের শেষ জার্সি নিলামে রেকর্ড দামে বিক্রি

-

ইতালির তুরিনে নিলামে রেকর্ড দামে বিক্রি হলো কালো মানিক খ্যাত ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের জার্সি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে শেষ ম্যাচে গায়ে চাপানো পেলের জার্সিটি নিলামে বিক্রি হলো।
নিলামে সেই জার্সি বিক্রি হয়েছে রেকর্ড ৩৩ হাজার ডলারে, যা বাংলাদেশী মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি। ১৯৭১ সালের জুলাইয়ে রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে যুগোস্লাভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছিলেন পেলে।
২০১৬ সালের জুনেও পেলের স্মৃতিজড়িত কিছু সরঞ্জামাদি নিলামে উঠেছিল। সেবার নিলামে পেলের ব্যবহৃত জিনিসের মধ্যে ছিল বিশ্বকাপ মেডেল, যে ফুটবল দিয়ে ক্যারিয়ারে এক হাজারতম গোলটি করেছিলেন সেই ফুটবল, বুট, কয়েকটি জার্সি এবং ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার। পেলের হাত ধরেই ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে ব্রাজিল।
পেলের মতো নিলামে বিক্রি হয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার জার্সিও। তবে তারটা বেশ কম দামে। মাত্র আট হাজার তিন শ’ ডলারে, যা বাংলাদেশী মুদ্রায় সাত লাখ টাকার বেশি।
১৯৮৯-৯০ সালে ঘরোয়া আসরে নাপোলির হয়ে যেই জার্সি গায়ে ম্যারাডোনা খেলেছিলেন, সেটি নিলামে বিক্রি হয়।
১৯৭১ সালের উয়েফা সুপার কাপের ফাইনালে ইতালিয়ান ডিফেন্ডার লুসিয়ানো স্পিনোসির গায়ে জড়ানো জুভেন্টাসের জার্সিটিও নিলামে তোলা হয়। সেটি বিক্রি হয়েছে ৯ হাজার ৪০০ ইউরোতে।
এ ছাড়া, ইতালিয়ান সাইক্লিং তারকা ফুস্তো কপির হলুদ জার্সি বিক্রি হয়েছে। ১৯৫২ সালের ট্যুর ডি ফ্রান্স জেতা জার্সিটি বিক্রি হয়েছে ২৫ হাজার ইউরোয়।


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল