২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আজ শুরু বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবল

-

পাঁচ দলের বঙ্গমাতা এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল আজ শনিবার থেকে শুরু হচ্ছে। ভেনু মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। উদ্বোধনী দিনেই বাংলাদেশের খেলা। লাল-সবুজ মেয়েরা আজ তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আফগানিস্তানকে। বিকেল ৪টায় এই ম্যাচ। অবশ্য সকাল ১০টায় কিরগিজস্তান ও মালদ্বীপের ম্যাচ শুরু হবে আসর। বেলা ৩টায় আসরের উদ্বোধন করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। মহিলাদের নিয়ে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল। ১-১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিতব্য এসএ গেমসের আগে এ আসর বাংলাদেশসহ মালদ্বীপ ও নেপালের জন্য প্রস্তুতির দারুণ মঞ্চ। বাংলাদেশ অবশ্য বঙ্গমাতা ভলিবলে চ্যাম্পিয়ন হবে এমনটি আশা করে না কেউ। তাদের কাছে ভালো খেলাই প্রত্যাশা। স্বাগতিকদের পরের ম্যাচগুলো ১০ তারিখে মালদ্বীপ, ১২ তারিখে নেপাল এবং ১৩ তারিখে কিরগিজস্তানের বিপেক্ষ। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল ফাইনালে খেলবে ১৪ নভেম্বর।

 


আরো সংবাদ



premium cement