২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাংলাদেশের বিপক্ষে ভারত পুরোপুরি নির্ভার নয়

-

হতে পারে ফুটবলে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক পিছিয়ে। তাই বলে কি বাংলাদেশের বিপক্ষে পুরোপুরি নির্ভার ভারত। আজো কি তাই। তবে আর যে যাই বলুক ভারতীয় দলের একজন তো আছেন যিনি কিছুটা হলেও বাংলাদেশকে নিয়ে ভাবছেন। বাংলাদেশের দলীয় খেলাটাই ভাবাচ্ছে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে।
ভারতের চেয়ে র্যাংকিংয়ে ৮৩ ধাপ পিছিয়ে বাংলাদেশ। তার পরও দুর্বল ধরে নিয়ে প্রতিবেশীদের খাটো ভাবার সুযোগ দেখছেন না দলটির গোলরক্ষক গুরপ্রীত সিং। সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে আজকের ম্যাচে নিজেদের সর্বস্ব দিয়ে খেলবে লাল-সবুজের ফুটবলাররা, যা ভাবাচ্ছে দীর্ঘদেহী এ কিপারকে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কলকাতায় শেষ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রক্ষণ ও মধ্যমাঠ নিয়ে বিশেষ কাজ করেছেন কোচ জেমি ডে। বিশ্বকাপ বাছাইয়ে কাতার ও আফগানদের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেও এখন পর্যন্ত কোনো পয়েন্টের দেখা পায়নি জামাল ভূঁইয়ার দল। সে আক্ষেপ তারা ঘোচাতে চায় ভারতের বিপক্ষে। যদিও র্যাংকিং কিংবা সাম্প্রতিক ফর্ম দুই বিভাগেই এগিয়ে ভারত। তবে নিজেদের সবশেষ দুই ম্যাচে বাংলাদেশ দেখিয়েছে, কিভাবে প্রবল প্রতিপক্ষকেও মোকাবেলা করতে হয়।
ভারতের অধিনায়ক এবং আক্রমণ ভাগের অভিজ্ঞ সেনানী সুনীল ছেত্রীকে কিভাবে আটকানো যায় সে ছক কষছে বাংলাদেশ। বিশ্বকাপ-এশিয়ান কাপ বাছাই পর্ব বলেই নয়, প্রায় ৩৪ বছর পর কলকাতায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তার চেয়েও বড় কথা প্রায় আট বছর পর যুবভারতী স্টেডিয়ামে হচ্ছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। সেটা আবার সেখানকার লোকদের চিরপরিচিত বাংলা ভাষাভাষীর আরেক দেশ বাংলাদেশের বিপক্ষে। ফুটবল পাগল কলকাতাবাসীর জন্য এ যেন রীতিমতো উৎসবের উপলক্ষ! বাংলাদেশ ম্যাচের আগে বিক্রি হয়ে গেছে ৬৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের সব টিকিট।
নিজেদের দর্শক, তাই চাপটা ভারতের দিকেই থাকবে বলে নির্ভার লাল-সবুজ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। সুনীল ছেত্রী, আশিক কুরুনিয়ানদের গতিময় আক্রমণ ঠেকাতে ইতোমধ্যে ভারতের আগের ম্যাচের ভিডিও দেখে নিজেদের প্রস্তুত করেছে সফরকারীরা। নিজেদের হারানোর কিছু নেই বলে চাপকে উড়িয়ে দিতে চান জেমি ডের শিষ্যরা।
কিছু হারানোর নেই বলেই ভারতের বিপক্ষে সবটুকু দিয়ে লড়াইয়ে নামতে চায় বাংলাদেশ। সাথে যোগ হয়েছে কলকাতায় খেলার আবেগ আর কাতার ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস। এই দুইয়ে মিলে দারুণ এক প্রতিপক্ষকে মাঠে দেখার অপেক্ষায় ভারত গোলরক্ষক, ‘বাংলাদেশ হৃদয় দিয়ে খেলে। তাই ওদের খাটো করে দেখার কিংবা নির্ভার থাকার কোনো কারণ নেই। ওদের হারানো কঠিন। আমাদের কম ভুল এবং জেতার চেষ্টা করতে হবে। এটাই বড় চ্যালেঞ্জ।’
কাতারের বিপক্ষে সবশেষ ম্যাচে গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন গুরপ্রীত সিং। বাংলাদেশের জন্যও বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছেন দীর্ঘদেহী এই গোলরক্ষক। তবে তার মতে বাংলাদেশ আর কাতার ভিন্ন দুই প্রতিপক্ষ। কাতার ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম।’

 


আরো সংবাদ



premium cement
অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি

সকল