২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ডি মারিয়ার কাছে রিয়ালের হার

-

সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই গোল করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর ‘ব্যতিক্রমী’ এই ডি মারিয়ার দুই গোলেই বুধবার রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে প্যারিস সেন্ট-জার্মেই। নেইমার ও কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে পুরো দায়িত্বটাই যেন ডি মারিয়া একাই পালন করে দেখালেন।
পার্ক ডি প্রিন্সেসে ১৪ মিনিটে রিয়াল গোলরক্ষক থিবাট কুর্তোয়াকে খুব কাছে থেকে পরাস্ত করে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। তবে ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার গোলটি ছিল ডি মারিয়াও অবশ্যই পিএসজির জন্য গুরুত্বপূর্ণ। ২০ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে তিনি কুর্তোয়াকে কোনো সুযোগই দেননি। ইনজুরি টাইমে টমাস মুনিয়ার অভিষেক ম্যাচে দলের পক্ষে তৃতীয় গোলটি করেছেন। তবে ইনজুরি আক্রান্ত এমবাপ্পে ও এডিনসন কাভানিও নিষেধাজ্ঞায় থাকা নেইমারের অনুপস্থিতিতে ডি মারিয়ার পারফরম্যান্সে পিএসজি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। চার বছর আগে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছিলেন ডি মারিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার আগে ২০১৪ সালে শিরোপা জয়ী দলেরও গর্বিত সদস্য ছিলেন তিনি। ম্যাচ শেষে পিএসজি কোচ টমাস টাচেল বলেছেন, ‘আমরা এতে খুব একটা বিস্মিত হইনি। কারণ দীর্ঘ দিন ধরেই তিনি নিজেকে এভাবেই প্রমাণ করে চলেছেন। তবে আজ ডি মারিয়া সত্যিকার অর্থেই ব্যতিক্রম ছিলেন। পুরো ম্যাচেই প্রতিপক্ষের জন্য সে বিপজ্জনক হয়ে উঠেছিল। প্রত্যেকেই বলেছে এই খেলোয়াড়দের নিয়ে আমি কিভাবে জেতার আশা করি। এমনও হতে পারে ফেবারিটের তকমা না থাকাটা আমাদের জন্য ভালো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement