১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের অবনতি

-

দেশের ফুটবলে মাঝের কিছুটা সময় সুবাতাস বইলেও এখন একের পর এক হতাশার খবর। সিনিয়র এবং জুনিয়র সব জাতীয় দল হারের বৃত্তে। তা পুরুষ মহিলা সর্বত্রই। এবার ফিফা র্যাংকিংও দিলো দুঃসংবাদ। গতকাল প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবনমন হয়েছে পাঁচ ধাপ। ১৮২ থেকে নেমে চলে গেছে ১৮৭তে। বিশ্বকাপ বাছাই পর্বের আগে তাজিক ক্লাবের বিপক্ষে হার এবং ড্র করে মূল ক্ষতিটা। এরপর বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে জিতলে কিছুটা উন্নতি হতো। কিন্তু সেই ম্যাচেও হার । এরই যোগ ফল র্যাংকিংয়ে অবনতি। যে উন্নতিটা জুলাইতে হয়েছিল লাওসকে হারানোর পর। সেই লাওস এখন লাল সবুজদের সাথে। বাংলাদেশের মতো অবনমন সাফ অঞ্চলের দেশ শ্রীলঙ্কার। দুই ধাপ পিছিয়ে ২০২ এ গেছে তারা। একধাপ এগিয়ে পাকিস্তান ২০৩ এ। একধাপ এগিয়ে ভুটান বাংলাদেশকে পেছনে ফেলে চলে এসেছে ১৮৬তে। পাঁচ ধাপ এগিয়ে নেপাল উঠে গেছে ১৬১তে। মালদ্বীপ অবশ্য ১৫২ থেকে ১৫৩তে নেমে গেছে। পিছিয়েছে ভারতও। ১০৩ থেকে ১০৪ এ তারা। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ১৪৬ এ এসেছে তিনধাপ এগিয়ে। কাতার ৬২তেই আছে। আর ওমান তিন ধাপ অগ্রসর হয়ে ৮৪তে চলে এসেছে। র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে বেলজিয়াম। ব্রাজিলকে তৃতীয় স্থানে ঠেলে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স চলে এসেছে দুই নাম্বারে। আর আর্জেন্টিনা ১০ এ।


আরো সংবাদ



premium cement