২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পরিসংখ্যানে বিশ্বকাপ বাছাইয়ে লাল-সবুজরা

-

১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১৯৭৪ সালে ফিফার সদস্য হয়। ১৯৩০ সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হলেও বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে অংশ নেয় ১৯৮৫ সালে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের বাছাই পর্ব ছিল তা। সেই থেকে আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত এই বাছাই পর্ব এবং প্রাক-বাছাই পর্ব মিলে লাল-সবুজদের অংশ নেয়া ৫০টি ম্যাচে। এই অর্ধশত ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ১০টিতে। ড্র করেছে ছয় ম্যাচে। হার বাকি সব খেলায়।
বাংলাদেশের সবচেয়ে বড় জয়
৩-১ থাইল্যান্ড ( ১৯৯০ এর বাছাই পর্বে)
৩-০ শ্রীলঙ্কা ( ১৯৯৪ এর বাছাই পর্বে)
৩-০ মঙ্গোলিয়া ( ২০০২ এর বাছাই পর্বে)
৩-০ পাকিস্তান (২০১৪ এর প্লে-অফ বাছাই পর্বে)
সবচেয়ে বড় হার
জাপান ৮-০ বাংলাদেশ ( ১৯৯৪ এর বাছাই পর্বে)
সংযুক্ত আরব আমিরাত ৭-০ বাংলাদেশ ( ১৯৯৪ এর বাছাই পর্বে)
সৌদি আরব ৬-০ বাংলাদেশ ( ২০০২ এর বাছাই পর্বে)
জর্দান ৮-০ বাংলাদেশ ২০১৮ এর বাছাই পর্বে)
বাংলাদেশের সবচেয়ে বড় অঘটান
বাংলাদেশ ২-০ লেবানন (২০১৪ এর প্রাক বাছাই পর্বে)
অঘটনের শিকার বাংলাদেশ
মঙ্গোলিয়া ২-২ বাংলাদেশ ( ২০০২-এ বাছাই পর্বে)
* এটি মঙ্গোলিয়ার প্রথম পয়েন্ট বিশ্বকাপ বাছাই পর্বে
বাংলাদেশের জয়গুলো
১৯৮৬-এর বাছাই পর্ব
বাংলাদেশ ১-০ থাইল্যান্ড
বাংলাদেশ ২-১ ইন্দোনেশিয়া
১৯৯০-এর বাছাই পর্ব
বাংলাদেশ ৩-১ থাইল্যান্ড
১৯৯৪-এর বাছাই পর্ব
বাংলাদেশ ১-০ শ্রীলঙ্কা
বাংলাদেশ ৩-০ শ্রীলঙ্কা
১৯৯৮-এর বাছাই পর্ব
বাংলাদেশ ২-১ চাইনিজ তাইপে
২০০২-এর বাছাই পর্ব
বাংলাদেশ ৩-০ মঙ্গোলিয়া
২০১৪-এর প্লে-অফ বাছাই পর্ব
বাংলাদেশ ৩-০ পাকিস্তান
প্রাক-বাছাই পর্ব
বাংলাদেশ ২-০ লেবানন
২০২২ প্রাক-বাছাই পর্ব
লাওস ০-১ বাংলাদেশ
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি গোল
মামুন জোর্য়াদার তিনটি
আলফাজ আহমেদ তিনটি
জাহিদ হাসান এমিলি তিনটি

 


আরো সংবাদ



premium cement