বিকল্প অধিনায়কে এগিয়ে মিরাজ
- ক্রীড়া প্রতিবেদক
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০৫
ব্যাট হাতে শান্তর অফ ফর্মের কারণে সমালোচনা তীব্র থেকে তীব্রতর হয়েছে। এ ছাড়া মাঝে মধ্যে সংবাদ সম্মেলনে শান্তর বলা কিছু কথা নিয়েও সমর্থকদের মাঝে সৃষ্টি হয় হতাশা ও ক্ষোভ। ব্যাট হাতে নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্য অধিনায়কত্ব ছেড়ে চাপমুক্ত হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন শান্ত, এমন খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়ার খবর দেননি। তবে আলোচনা যে একদম হয়নি, তা-ও নয়।
বিকল্প অধিনায়কের প্রশ্নে মেহেদি হাসান মিরাজ সবচেয়ে এগিয়ে বলেও জানিয়েছেন ফারুক। চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘আসলে যারা একটু বেশি চিন্তাভাবনা করে তারাও বের করতে পারে। সবচেয়ে এগিয়ে কে? মিরাজ। যেসব ফরম্যাট খেলে। অনূর্ধ্ব-১৯ এ অধিনায়ক ছিল। যদিও অনেক আগে। বিপিএলেও করে। আর কে কে আছে? তাসকিন (আহমেদ) একটা নাম এসেছে। আপনারা সবাই যদি অনেক কাজ করেন তাহলে অসুবিধা হওয়ার কথা না।’ তবে কাউকে ধরেই অধিনায়ক বানিয়ে দেয়ার পক্ষে নন ফারুক। তার মতে, কাউকে অধিনায়ক যদি করতেই হয় তাকে পর্যাপ্ত সুযোগ এবং সময় দিতে হবে। ‘বোর্ড থেকে যা করা উচিত। আমি যখন কাউকে দায়িত্ব দিলাম তখন তাকে সুযোগ দেয়া জরুরি। যদি খুব ভালো একটা ছেলের অধীনে দল ভালো না করে তাহলে কিন্তু মেধার মূল্যায়নটা হয় না। কোচ নিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, সহকারী কোচ নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এরপর বসে লম্বা সময়ের জন্য চিন্তা করব। এ মুহূর্তে যদি মনে করি সে ভালো তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাকে অন্তত দুই বছর দেয়া যেতে পারে।’
বিসিবি প্রধান বলেন, ‘সবচেয়ে ভালো সুযোগ, ফর্ম নেই বাদ দিয়ে দেন। যদি মনে হয় যে ছেলেটা ট্যালেন্টেড তাহলে খুঁজতে হবে কী সমস্যা। শান্তকে ফোনে বুঝাতে চেষ্টা করেছিলাম। সে যখন টি-২০র কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের পরের খেলা কী? টেস্ট, এরপর ওয়ানডে। ২ মাস পরে টি-২০। এখন প্লেয়ারের মাথায় কী ঘুরে তা তো আমি জানতে পারব না।’
সব কিছু পেছনে ফেলে শান্ত স্পষ্ট করেন, অধিনায়কত্ব তিনি উপভোগ করেন এবং এটি ছাড়তে চাচ্ছেন না। ‘আমি এ বিষয়টি সবসময় বলে আসি, আমি যখন এজ লেভেলে ক্রিকেট খেলেছি তখনো আমি অনেক জায়গায় বলেছি, এই জায়গাটা আমি উপভোগ করি। অধিনায়কত্ব আমি সবসময় উপভোগ করি। এবং লাস্ট কয়েকটা সিরিজ যে ছিল মাঠের ভেতরে আমি অনেক উপভোগ করেছি। একটা আমার ভালো লাগার জায়গা।’
এমনকি তিনি জানালে অধিনায়কত্বের কারণে ব্যাটিংয়ে চাপ অনুভব করেন না। শান্ত বলেন, ‘আজকে (গতকাল) যখন আমি ব্যাট করছিলাম, আমার মনেই হয়নি আমি অধিনায়ক। সব কিছু আমার একাই করতে হবে ক্যাপ্টেন হিসেবে এমন না, আমি জাস্ট বল দেখি আর ব্যাটিং করি। ভবিষ্যতে এসব বিষয় নিয়মের মধ্যে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা