০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

নতুন কোচে ম্যান ইউর পাঁচ

-

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা এবার অনেকটা নিশ্চিত হয়ে বলতে পারে সমস্যা তবে কোচেই ছিল। এরিক টেন হাগকে ছাড়া প্রথমবারের মতো মাঠে নেমেই বড় জয় পেয়েছে ম্যানইউ। ডাচ এই কোচের আড়াই বছরের কোচিংয়ে কখনো প্রতিপক্ষকে ৫ গোল দিতে পারেনি ইংলিশ ক্লাবটি। গত পরশু ইংলিশ লিগ কাপে টেন হাগের স্থলাভিষিক্ত অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টেলরয়ের অধীনে মাঠে নেমে লেস্টার সিটির বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে রেড ডেভিলরা। লিগ কাপের অন্য ম্যাচে টটেনহ্যামের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা টটেনহ্যামের শেষ আটে প্রতিপক্ষ ম্যান ইউ। ১৩ খেলোয়াড়ের ইনজুরিতে বেকায়দায় পরে সিটি কোচ গার্দিওয়ালাকে বিকল্পদের নামাতে হয়। এ দিকে টুর্নামেন্টে ব্রাইটনের বিপক্ষে ২-৩ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে লিভারপুল। চেলসিকে ২-০ গোলে রুখে দিয়েছে নিউক্যাসেল। সহজ প্রতিপক্ষ প্রেসটন নর্থ এন্ডের বিপক্ষে ৩-০ গোলে সহজে জিতেছে আর্সেনাল।


আরো সংবাদ



premium cement