১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কবিতা

-

আসাদ চৌধুরী
ক্ল¬ান্ত শব্দটি তোমার জন্য নয়, যুবক

ক্লান্ত শব্দটি তোমাকে মানায় না,
গা ঝাড়া দিয়ে ওঠো হে।
এখনও প্রাণপণে সরানোর মতো
অনেক জঞ্জাল জ’মে আছে পৃথিবীতে,
এখনও স্বপ্নের মতোই ধরা-ছোঁয়ার বাইরে
বাসযোগ্য সূচ্যগ্র মেদিনী।

সভ্যতার প্রদোষকালে
গাছের ডাল নিয়ে তুমিই তো প্রথম রুখে দাঁড়িয়েছিলে,
আর পাথর হাতে তাড়িয়েছিলে ক্ষুধার্ত নেকড়ে,
মনে নেই?

ক্লান্ত শব্দটি তোমার জন্য নয়, যুবক।

ক্ষুধা, কুসংস্কার, আর দারিদ্র্য
ভুল শিক্ষা আর সাম্প্রদায়িকতা
এ-সব কি নেকড়ের চেয়েও কম ভয়ঙ্কর?
গা ঝাড়া দিয়ে ওঠো হে,
ক্লান্ত শব্দে তোমাকে মানায় না, যুবক।

 

 

জাহাঙ্গীর ফিরোজ
আশ্চর্য সুন্দর হবে ভোর

যখন রাত্রি হ’ল কেউ কেউ ভাবল সকাল
যখন সকাল হবে কেউ কেউ ভাববে আঁধার
জানি এই পর্বের শেষ হবে
কেউ একজন আসবে আবার;
ভীতু মানুষের মাঝেই সে রয়েছে নিশ্চুপ

তার অপেক্ষায় সমতট
মগধ বঙ্গ কলিঙ্গ হরিকেল।
সে এলেই আঁধারের পেট চিরে আলো
বেরিয়ে আসবে আবার
আশ্চর্য সুন্দর হবে ভোর।

পাখিদের কলোকাকলিতে
এই গজকচ্ছপের দেশে
প্রশান্ত প্রভাত নেমে আসবে
মৃতপ্রায় নদী জেগে উঠবে।

সে আসবে
নিশ্চর্য সুন্দর হবে ভোর।

 

 

মোশাররফ হোসেন খান
বৈপরীত্য

আমিও ক্ষুব্ধ হই

যখন নিজের নখের আঁচড়ে নিজেই
আক্রান্ত হই
রক্তাক্ত হই
তখন ক্ষুব্ধ হই
ক্ষুব্ধ হই নিজের ওপর

ইচ্ছে হয় বৃষ্টি ভেজা শালিকের ডানার মতো
গুটিয়ে দেই পৃথিবীকে

ইচ্ছে হয় সকল দন্ত, নখর
সাঁড়াশি দিয়ে উপড়ে ফেলি

তাহলে কি মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ
জন্মগতভাবেই
বৈপরীত্যের প্রতীক...!


আবু হেনা আবদুল আউয়াল
অসূর্য গোলার্ধে

জঙ্গলের জন্তুরা এখন লোকালয়ে
দাপিয়ে বেড়ায়, কী স্বাধীন তারা!
ঘুরে ফিরে এখানে ওখানে, চেকপোস্ট
বসিয়েছে মোড়ে মোড়ে, যাকে তাকে
তেড়ে আসে যখন তখন, ইচ্ছেমতো
ধরে মারে, পিষে পায়ের তলায়, ডরে ভয়ে
টুঁশব্দ করে না কেউ, কেউ কেউ গৃহকোণে
বুজুর্গের বেশে তসবির গোটা গোনে, মাঝে মাঝে
জানালার ফাঁকা পথে রেনি চায় অতি সংগোপনে
কী এক ইতর ক্ষণ নেমে এলো হায় এই
অসূর্য গোলার্ধে! মাঝে মাঝে ডিজিটাল তারে
বসে কতক কাউয়া শুধু কা কা করে

বনের কোকিল আগেভাগে চলে গেছে এই
লোকালয় ছেড়ে দূরে-দূরের কোথাও

 

দিলীপ কির্ত্তুনিয়া
আমাদের হৃদয়ে

যাদের লাশ, হাড়মাংস, কাপড়চোপড়
কিছুই খুঁজে পাওয়া যায়নি
তারা যে নির্জনতায় আছে
সেই নির্জনতায় গুঁজে দিতে চাই
একটি গোলাপ।

খুঁজে না পাওয়া আমাদের ব্যর্থতায়
আমাদের অন্ধকার চোখের মোহে
নিরুদ্দেশের পরিপাটিকে
চিরদিন ভালবেসে যাবো।

ওদের জন্যে বিজয়ের জানালায় বসে
বর্ষাকাল হয়ে কাঁদবো
আর অহঙ্কারের অবিনাশী পাহাড় বানাবো।

যাদের লাশ শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি
এই মাটি জল হাওয়ার
কোথাও না কোথাও তারা আছে-
আর আছে আমাদের তাপিত হৃদয়ে।

 

জামসেদ ওয়াজেদ
একটি ঘোষণা শেষে

সমতার ঐকতানে ভাসমান আশার জাহাজ
অসংখ্য যাত্রির মাঝে অনভিজ্ঞ কয়েক নাবিক
শান্তির কপোত হাতে, উড্ডয়নে যেতে চারিদিক
দ্বীজাতি তত্ত্বের স্বাদ পেয়েছে কী এই জাতি আজ

মোহনায় ভিড় ঠেলে পাড়ে এসে ঘুমিয়েছে নদী
নদীর শরীরজুড়ে কেউ আর কাটে না সাঁতার
বীরদের করায়ত্ত এই ভূমি কার উপহার
চতুর সকল লোক এইখানে থাকে নিরবধি

ভাষার বিজয় শেষে জাতি চায় ভূমির দখল
তার জন্য প্রয়োজন কত রক্ত কত তাজা প্রাণ
সোপার্জিত স্বাধীনতা আজ তার সমূহ প্রমাণ
বীরের স্বজন চোখে আজো জল করে ছলছল

আমি ও পথিক এক এ ভূমিতে সমবায়ী যাত্রী
একটি ঘোষণা শেষে শেকলমুক্ত সেই রাত্রি

 

সৈয়দ সাইফুল্লাহ শিহাব
প্রিয় বাংলাদেশ

প্রিয় বাংলাদেশ
সূর্যের চকচকে আয়না হতো যদি
যদি রজনীগন্ধার মখমল শুভ্রতা নিয়ে
ফুটে থাকত আমাদের গৃহে
আমি আনন্দের ঝর্ণা হয়ে যেতাম।

স্কুল পড়ুয়া ছেলের আবদার মেটাতে
প্রিয় বাংলাদেশ, যদি উদার সমুদ্র হতো
আমি তরী নিয়ে
পাল তুলে ভেসে যেতাম উল্লাসে, অজানা কোনো দ্বীপে।

রুগ্ন মায়ের দেহের ভাঁজে
ক্ষুধার রুমালে যদি নক্সি এঁকে দিত, প্রিয় বাংলাদেশ
তবে আমি নত হয়ে বিনম্র কলার কাঁদি হতাম।

হাসপাতালে, বেডে যখন আমার
দেহের আয়না চুরমার হতে থাকে, যদি
সেবিকার উষ্ণতায় ঝলমল করতো রোদ- প্রিয় বাংলাদেশ
তবে আমি মুগ্ধ হতাম
প্রিয় কুকুরের কৃতজ্ঞতায়।

আমার প্রাণের উত্তাপে যখন, চৈত্রের শরীরে ঝড় ওঠে
প্রিয় বাংলাদেশ! তুমি মুচকি হেসে,
আমায় সলাজ উপহাস করো।


আরো সংবাদ



premium cement
দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি উজিরপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

সকল