২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বিড়ালছানা

-

নাদুসনুদুস বিড়ালছানাটির প্রতি সবাই দুর্বল। আমাদের ঘরে কোনো ছোট নেই। নেই তাদের জ্বালাতনের মিষ্টতা ও তিক্ততা। বিড়ালছানাটি অদ্ভুত সব গুণ দিয়ে ছোটর আসনেই এসে পড়ে।
যেমন মিষ্টি তেমনি ভালো। না কাউকে খামচায় আর না কামড়ায়। যেন সে সখ্যতার অসম্ভব গুণ নিয়ে এসেছে। কেউ কিছু খেলে দৌড়ে কোলে উঠবে। তারপর চোখে চোখ রেখে বলবে, মিউ। যেন সে বলছে তুমি একা খাচ্ছ কেন? আমাকেও দিও!
অনেক সময় মেহমানরা আসেন। তারা তো আমাদের বিড়ালকে চেনেন না। তাই প্রথম দেখায় কাছাকাছি হতে ভয় পান। যদি কামড়ায়।
কিন্তু সে তা বুঝবে না। ঘেঁষতে ঘেঁষতে কোলে যাবে। পান খেলেও তাতে ভাগ বসাবে।
একবার এক আন্টি পান খাচ্ছিলেন। বিড়ালছানাটি শুধু মিউ মিউ করছিল। বেচারি কোনো উপায়ান্তর না দেখে মুখ থেকে পান দিলেন।
এবার সে বুঝল, আসলে এটা তার খাওয়ার মতো না। তা দেখে সবাই তো হতবাক। হেসেও লুটোপুটি খেলেন বিড়ালছানার দুষ্টুমি দেখে।
কেউ যদি হেঁটে যায় তবে সেই হবে তার খেলার সাথী। পেছন থেকে সামনে থেকে কাপড় কামড়ে ঝুলে থাকবে। বই নিয়ে পড়তে বসলে সেও পড়তে যাবে।
বইয়ের ওপর নাচবে। কলম দিয়ে লিখতে গেলে হা করে হাড্ডির মতো চিবাতে থাকবে।
অনেক সময় স্থির হয়ে বসে থাকবে। কান দুটো মাঝে মধ্যে নাড়াবে। যেন তার জন্য সব কিছুই সুখের উপকরণ।
সবাইকে অল্প দিনেই দুর্বল বানিয়ে ফেলল। কেউ বিস্কুট কিনে খেতে দিত। মা বিড়াল শিকারে ঝাঁপ দিলে পেছনে ছানাটিও অংশ নিত।
আঙুলে হা করে কামড় দিত। কিন্তু দাঁত বসাত না। মজা করে আবার ছেড়ে দিত।
খেতে বসলে উরুতে বসবে। চোখ মেলে শুধু দেখবে, কিভাবে খাবার খাচ্ছি। মাঝেমধ্যে মাছগোছ দিলে তা-ই খাবে।
যেন সে অবুঝ প্রাণী মানুষের বুঝটুকুও নিজের ভেতর ধারণ করে ফেলেছে।
হঠাৎ একদিন সে আর আগের মতো লাফায় না, মিউ মিউ করে না। খুব দৌড়ায় না। খেতেও চায় না।
সবাই তাকে নিয়ে হতাশ হলো। কী হল রে পাজিটার?
নাহ। বুঝাই গেল না। সে আরো নিস্তব্ধ হয়ে গেল। মা বিড়ালটা বারবার বাচ্চার কাছে গিয়ে জোরে জোরে মিউ মিউ করে। আম্মু দেখে বললেন, হয়তো বাচ্চাটা মারা যাবে। তা না হলে বিড়ালটা আশা ছেড়ে কাঁদত না।
পরদিনই বিড়ালছানাটা চুলার পাশে আগুনের তাপ পোহাচ্ছিল। ভাবি রাঁধছিলেন। সেখানেই দুটা মরণ টানা ও চিৎকার দিয়ে চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল।
এখন ঘর শূন্য। কোনো দৌড়ঝাঁপ নেই। কাপড়ে কাপড়ে ঝুলে থাকার মিষ্টি বিড়ালটি নেই। যেন ঘরটাকেই নিস্তব্ধ বানিয়ে চলে গেছে।
সবাই তার জন্য অশ্রু ফেলছে। কেউ কেউ বলল, এত মিষ্টি বিড়াল আর কখনো দেখিনি।
যদি মরেই যাবে তাহলে এত মায়া দেখিয়ে গেল কেন? মা বিড়ালটি এখনো বাড়ির চতুরপাশে মিউ মিউ করে ঘুরছে!


আরো সংবাদ



premium cement
হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা? কিশোরগঞ্জে নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার যুবকের লাশ উদ্ধার ভুয়া সনদ সিন্ডিকেট : কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানকে ডিবির জিজ্ঞাসাবাদ ঢাকার পয়োবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সকল