আগডুম-বাগডুম : কবিতা
- ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
ওরা ইতিহাস হয়
নজরুল ইসলাম শান্তু
মিছিলে স্লোগান ধরে সব ভাই
মিছিলে আওয়াজ তোলে সব ভাই
রাজপথে অবরোধ চলছে ;
রাষ্ট্র ভাষার কথা বলছে।
মিছিলের মুখে ছিল জব্বার
ভাষাটার দাবি ছিল সব্বার
মিছিলের পিছে ছিল কালামে,
দুই পাশে রফিক আর সালামে।
হঠাৎ মিছিল থামে গুলিতে
বাঙালির বুকে পিঠে খুলিতে
রক্তে রঙিন হয় রফিকে,
ঢলে পড়ে জব্বার ও শফিকে।
সেই থেকে ওরা ইতিহাস হয়;
শহিদের সম্মানে বেঁচে রয়।
জ্ঞানের আলো
রিয়াজ মাহমুদ রাতুল
দাও ছাড়িয়ে জ্ঞানের আলো
যাক মুছে যাক মনের কালো।
শান্তিটাকে আগলে রাখো
সত্য পথেই চলতে থাকো।
আসলে আসুক ঝঞ্ঝা ও ঝড়
বুকের ভেতর রাখবে না ডর।
সাহস নিয়েই লড়তে থাকো,
সত্যটাকে আগলে রাখো।
ভালোবাসার কমতি না হোক
বিশ্ব বুকে হোক যত লোক।
সব কিছু হোক বিশুদ্ধ আজ
জ্ঞানের আলোয় গড়–ক সমাজ।
গঞ্জের বদ্দি
উমায়ের সাআদাত
বাংলাতে আম খাই
ইংলিশে মেঙ্গু
মেঙ্গুর জুস খেলে
জ্বর হবে ডেঙ্গু।
এই কথা বলেছেন
গঞ্জের বদ্দি
তার কথা মানবে, সে-
কোন সলিমদ্দি?
সুখে দুখে বাংলা ভাষা
সাঈদুর রহমান লিটন
মায়ের মুখের মিষ্টি ভাষা
সোনার চেয়ে দামি,
ভাষা তো নয় মধুর সুধা
শুনি দিবসযামী।
মায়ের মুখের বাংলা ভাষা
অনেক কষ্টে পাওয়া,
রক্ত নদীর স্রোতের ধারা
বাংলাতে গান গাওয়া।
সুখে দুখে বাংলা ভাষা
সবার মুখে মুখে,
মায়ের চোখের অশ্রুকণা
ছেলে খোয়ার দুখে।
পাখিরা রোজ মধুর সুরে
বাংলাতে গান গায়,
পাখির গানে মধুর সুরে
কণ্ঠ মিলায় মায়।
এমন সোনার মায়ের ভাষা
ত্রিভুবনে নাই,
মায়ের মতোই বাংলা বলে
প্রচুর তৃপ্তি পাই।
বুঝি নাকো
রাকিবুল হাসান নয়ন
ঘুরি ফিরি ছুটি যবে
নানা দিক পানে,
পড়ে আছে অনাহারে
বুঝি নাকো মানে।
সুখে আছি বলে তাই
মনোযোগী পাঠে,
মন সুখে খেলা করি
আমি মাঠে ঘাটে।
অসহায় অনাহারে
খেলে যত খেলা,
মাঠে ঘাটে ফুটপাতে
কেটে যায় বেলা।
পৃথিবীটা যেনো এক
আজব মহল,
যে যেমন পারে সেথা
করছে দখল।
অবহেলা মারামারি
চলে রাতারাতি,
মদপান করে আরো
করে মাতামাতি।
তুমি নাকি তিনি
বিধান চন্দ্র ধর
বন্ধ করো যুদ্ধ খেলা
এই পৃথিবীর তরে,
যুদ্ধে যুদ্ধে গেছে কত
অকালে প্রাণ ঝরে।
ক্ষমতা আর স্বার্থের জন্য
কত মানুষ মারলে,
বলতে পারো ফলাফল কী
জিতলে নাকি হারলে?
ধরার বুকে দিয়েছে প্রাণ
মহান সৃষ্টিকর্তা,
তাহার সৃষ্টি করছো ধ্বংস
না শুনে তার বার্তা।
আকাশেতে ঘুড়ি ওড়ে
নাটাই থাকে হাতে,
সময়মত ঘুরলে নাটাই
হাতে আসে তাতে।
ভেবে দেখো ক্ষমতাধর
তুমি নাকি তিনি,
হ্যাচকা টানে বিদায় দিবে
মূল ক্ষমতায় যিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা