১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আগডুম-বাগডুম : কবিতা

-

ব্রাজিল-আর্জেন্টিনা
মুস্তাফা ইসলাহী

আর্জেন্টিনায় মেসি খেলে
ব্রাজিলেতে নেইমার,
বার্সেলোনায় খেলত দু’জন
কেউ বলে নি, দেই মার।
তারা খেলে হারে-জিতে
হয় না ঝগড়াঝাটি,
একে অন্যের খবর রাখে
বন্ধু তারা খাঁটি।
বিশ^কাপে খেলে তারা
তাদের দেশের জন্য
আমরা করি বাড়াবাড়ি
কিলাকিলি-মারামারি
কখনো হই বন্য!
আহা কী জঘন্য!

 

ফুলের জীবন
গোলাম সরোয়ার

ফুল বাগানে ফুলের সুবাস
যায় যে ভরে মন,
ফুলের মধু অলির কাছে
জগৎ সেরা ধন।
সঠিকভাবে যতœ নিয়ে
করলে ফুলের চাষ,
বাগান যখন ভরবে ফুলে
মিটবে মনের আশ।

যতœ বিনে ফুল ফুটাতে
চায় যে অনেক লোক,
তাদের বাগান শূন্য থাকে
বাড়ে শুধু শোক।

শিক্ষা হলো ফুলের সুবাস
যার তুলনা নাই,
শূন্য বাগান অচল অসার
মূর্খ মানুষ তাই।

শিক্ষা আনে ফুলের জীবন
ভুবন করে জয়,
যার সুবাসে জীবন থেকে
দূর হয়ে যায় ভয়।

 

 

বিল্লি বিড়াল
জিল্লুর রহমান পাটোয়ারী

কোত্থেকে এক বিল্লি এলো
এসেই ডাকে ম্যাঁও
অর্থটা এই জলদি তাকে
নাশতা-পানি দ্যাও!

মাছের কাঁটা? তা হবে না
দিতে হবে দুধ-
দুধ পেলে সে খেয়ে দেয়ে
খুশিতে বুদবুদ।

তারপরে দাও বিছনা পেতে
তাতে দেবে ঘুম
ঘুমের শেষে নাচবে উঠে
তাক-ধুম তাক-ধুম!

আবার যাবে কই হারিয়ে
কেউ পাবে না খোঁজ-
দু’দিন পরে ফিরবে আবার
চলছে এমন রোজ।

 

 

 

অশ্রু ঝরুক
কবির আশরাফ

এই সময়ে দিলাম আড়ি
এই সমাজের নীতির সাথে,
যেই সমাজে সত্য কথা
বলতে যে হয় ভীতির সাথে!

একলা একা গহিন বনে
ডাকছে আমায় পাখপাখালি
থাকব না আর এই সমাজে
ছুটব নিয়ে হাত-পা খালি।

মনগড়া সব নিয়ম নীতি
জংধরা এই সমাজ জুড়ে,
পাপের সমাজ যাচ্ছি ছেড়ে
এখন থেকে অনেক দূরে।

আমার প্রভুর অসীম দয়া
এই সমাজে আছড়ে পড়ুক,
পথহারা ওই মানুষগুলোর
জায়নামাজে অশ্রু ঝরুক।

 

 


সর্ষেফুল
নূর মোহাম্মদ দীন

ক’দিন পরেই মাঠে মাঠে
ফুটবে সর্ষে ফুল,
ফুল-মধুতে মৌমাছিরা
হবে খুব মশগুল।

এ ফুল ও ফুল উড়ে উড়ে
মধু নেবে ওলি,
শিশির ভেজা ঘ্রাণ ছড়াবে
হলুদ পাপড়ি কলি।

মাঠগুলো খুব সাজবে হলুদ
লাগবে দারুণ কী যে!
এমন ছবি দেখতে যাব
আমার গাঁয়ে নিজে।


আরো সংবাদ



premium cement