২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

আগডুম-বাগডুম : কবিতা

-

বিশ্বকাপ ফুটবল
মামুন আহমেদ

বিশ্বকাপ! বিশ্বকাপ!
ফুটবলেরই বিশ্বকাপ
বিশ্বকাপে বিশ্ব কাঁপে
গুরু কাঁপে, শিষ্য কাঁপে
উত্তেজনা-উৎকণ্ঠায়
যায় বেড়ে যায় রক্তচাপ;
এক নিমিষে শেষ হয়ে যায়
গরম কফি, চায়ের কাপ,
বিশ্বকাপ! বিশ্বকাপ!

বিশ্বকাপ! বিশ্বকাপ!
বিশ্বজুড়ে কী প্রতাপ!
কে কোন দলের সাপোর্টার
চলছে শুধু হিসেব তার
প্রতিদ্বন্দ্বী ভাই-ভগ্নি,
স্বামী-স্ত্রী আর মা-বাপ।
সবাই অধীর সবাই ভাবে
কে হেরে কে জিতে যাবে
কে চ্যাম্পিয়ন, রানার্স আপ?
বিশ্বকাপ! বিশ্বকাপ!

বিশ্বকাপ! বিশ্বকাপ!
ট্রফি পাওয়া ভীষণ টাফ
জিতলে সবাই হিরোর হিরো
হারলে পরে হয় যে জিরো
সারা জীবন ভাগ্যে জোটে
ভর্ৎসনা আর অভিশাপ;
ম্যারাডোনা, পেলে, নেইমার
মেসির পর কার পায়ের ছাপ?
বিশ্বকাপ! বিশ্বকাপ!

 

 


হেমন্তের রূপ
আশরাফ আলী চারু

ধানের ঋতু গানের ঋতু
প্রাণের ঋতু হেমন্ত
হারিয়ে যাওয়া গাঁয়ের মাঠে
হারায় যেমন দিগন্ত।

ধানের ছড়া কলমি লতা
শিউলি ফুলে মন ভরাই
কামিনী ফুল ছাতিম ফুলে
নতুন কিছু ক্ষণ গড়াই।

নতুন ধানে উঠোন ভরে
পার্বণে হয় মেল মেলা
প্রাণের ঋতু এই হেমন্ত
শৈশবের বিকেল বেলা।

 

 

 

নজরকাড়া হাসি
মুহাম্মদ হাসান মেহেদী

তোর হাসিটা নজরকাড়া
হৃদয়ে দেয় নাড়া
তুই হাসিলে চাঁদও হাসে
প্রকৃতি দেয় সাড়া।

তুই কাঁদিলে দুখ মুছে যায়
গন্ধ ছড়ায় ফুল
তুই হাসিলে সূর্য হাসে
আলোয় ভরে কূল।

 

 

 

ভুলের অনুতাপ
আবরার নাঈম

চলছি আমি ইচ্ছেমতো
মনও আমার হচ্ছে ক্ষত
করে নানা পাপ
হৃদয় মাঝে জাগে নাতো
ভুলের অনুতাপ।

মন বসে না ভালো কাজে
মন্দ কাজে সকাল সাঁঝে
থাকি আমি রত,
প্রভুর বিধান না মেনে সব
যাচ্ছি অবিরত।

পাপ-আঁধারে ডুবে আছি
আলোবিহীন কেমনে বাঁচি
দাওগো প্রভু আলো,
দূর করে দাও বুকে জমা
মনের সকল কালো।

দ্বীনের পথে চলবো আমি
দো-জাহানে হবো দামী
এই তো মনের আশা,
তবেই পাব দিবানিশি
রবের ভালোবাসা।

 

 

 


হেমন্তের সুখ
সোমা মুৎসুদ্দী

সবুজ মাঠে বাউরি বাতাস আজ খেয়ে যায় দোল
হেমন্ত আজ আসলো বুঝি দুঃখ ব্যথা ভোল।
সবুজ বনে শনশনিয়ে হাওয়ার উতল গান
সবুজ মাঠে সবুজ ফসল আনলো খুশির বান।
সকাল বেলার সূর্য দেখো আলোয় ঝিকিমিকি
বনের খাতায় মনের সুখে হেমন্ত গান লিখি।
পিঠাপুলি নিয়ে আসে হেমন্তেরই ডাকে
সবুজ বনে রোদের ঝিলিক পাতার ফাঁকে ফাঁকে।
আয় খেলি চল কানামাছি লুকোচুরি খেলা
মিষ্টি হেসেই কাটিয়ে দেবো হেমন্তেরই বেলা।


আরো সংবাদ



premium cement
পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী কেএনএফ সংশ্লিষ্টতা : ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭ স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

সকল