১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ছোট্ট একটা নদী

-


ছোট্ট একটা নদী
বিশাল হবে তোমার হৃদয়
বলতে পারো যদি।

কোন সে নদীর বাঁকে
ছোট্ট সোনা ঝাউপাতা বন
রঙ তুলিতে আঁকে।

নদীর সাথেই কথা
বলো কেন এমন করে
শুধুই নীরবতা।

দাও না কেন হাসি
বলছে স্রোতে জোয়ারভাটায়
ফিরে কি আর আসি?

ছোট্ট একটা নদী
তোমার মতোই শান্ত হবে
বইবে নিরবধি।


আরো সংবাদ



premium cement