২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাবুই ও চড়ুই পাখি

বাবুই ও চড়ুই পাখি -

এক বনে বাস করত দু’টি পাখি চড়ুই ও বাবুই। তারা দু’জন পাশাপাশি দু’টি গাছে বসবাস করত। বাবুই পাখিটা ছিল একটু অহঙ্কারী। চড়ুই পাখি ছোট বলে তাকে পছন্দ করত না। কিন্তু চড়ুই পাখিটা ছিল খুব সাদাসিধা। মাঝে মাঝে চড়ুই পাখিটা বাবুই পাখির খবর নিত কেমন আছে, কি খাচ্ছে এই সব। কিন্তু বাবুই অহঙ্কার করে তাকে তাড়িয়ে দিত কিন্তু চড়ুই পাখি কিছু মনে করত না। এভাবেই মাসের পর মাস চলে যায়। চৈত্র মাসের শেষের দিকে। একদিন চড়ুই পাখি বাবুই পাখির বাসায় গিয়ে বলল, ভাই বাবুই কেমন আছ? এ কথা শুনে বাবুই বলল, আমি ভালো আছি তুই আমার বাসায় কেন এসেছিস এখুনি চলে যা। চড়ুই পাখি কিছু মনে না করে বলল, ভাই বাবুই সামনে তো বৈশাখ মাস, বৈশাখ আসার আগের আমাদের বাসাটা ভালো করে ঠিক করে নিলে হতো না? বাবুই পাখি বলল, আমার বাসা তোর চেয়ে অনেক ভালো আমার কথা তোর ভাবতে হবে না তুই চলে যা। আমার বাসায় আর কোনোদিন আসবি না। এ কথা বলে চড়ুই পাখিকে তাড়িয়ে দিলো। চড়ুই পাখি খুব কষ্ট পেয়ে চলে এলো। তার কিছু দিন পরে বৈশাখ মাসে হঠাৎ করে একদিন সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা। এমন দেখে চড়ুই পাখি তার নিজের বাসাটা খুব ভালো করে ঠিক করে নিলো। আর বাবুই পাখি নিজের বাসায় বসে দেখে আর মনে মনে হাসে আর বলে বোকা ভীতু চড়ুই মেঘ দেখে ভয়ে বাসা ঠিক করছে। চড়ুই পাখি দুপুর হতে হতে তার বাসা ঠিক করে নিলো। আর বাবুই পাখি বসে রইল। বিকেল হতেই চারিদিকে কালো মেঘে ঘিরে এলো। হঠাৎ বাতাস শুরু হলো। তাই দেখে চড়ুই পাখি বাবুই পাখিকে ডেকে বলল, ভাই বাবুই তোমার বাসা তো ঠিক করলে না আমার বাসায় এসো। কিন্তু অহঙ্কার করে বাবুই পাখি এলো না। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল, চড়ুই পাখি তার বাসায় আরামে শুয়ে রইল। অন্য দিকে তুমুল বাতাসে বাবুই পাখির বাসাটা হেলেদুলে নড়তে থাকল। এক সময় একটা জোরে বাতাস এসে বাবুই পাখির বাসাটা ভেঙে নিচে পড়ে গেল, সেই সাথে বাবুই পাখিও নিচে পড়ে গেল। নিচে পড়ে বাবুই পাখির ডানা খুব আঘাত পেল আর বাবুই পাখি খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। অনেকক্ষণ পরে থেমে গেল ঝড়। তখন চড়ুই পাখি বাইরে এলো। এসে বাবুই পাখির বাসাটা খুঁজতে থাকে কিন্তু খুঁজে পাচ্ছিল না। হঠাৎ দেখে গাছের নিচে আধমরা হয়ে পড়ে আছে। তখন চড়ুই পাখি তার কাছে গিয়ে বাবুই পাখিকে তার নিজের বাসায় নিয়ে এলো। এসে বাবুই পাখির খুব যত্ন করল নিজে গিয়ে খাবার এনে বাবুই পাখির মুখে তুলে খাইয়ে দিলো। তখন অনেক যত্ন করার পর বাবুই পাখি অনেকটা সুস্থ হয়ে গেল। তখন বাবুই পাখি তার ভুল বুঝতে পারল আর চড়ুই পাখির কাছে ক্ষমা চাইল। বলল, তোর কথা অবহেলা আর অহঙ্কার করে খুব বড় ভুল করেছি তাই আজকে আমার এই পরিস্থিতি। আমি আমার ভুল বুঝতে পেরেছি আমায় ক্ষমা করে দে। চড়ুই পাখি বলল, তোমার ভুল বুঝতে পেরেছ তাতেই খুশি। তখন বাবুইপাখি বলে, তাহলে আজ থেকে আমরা দু’জন বন্ধু ঠিক আছে? চড়ুই পাখি বলল, ঠিক আছে। তারপর দু’জন বন্ধু হয়ে মিলেমিশে থাকতে লাগল।


আরো সংবাদ



premium cement