২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফুলের মেয়ে তাসনিয়া

-

একটি মেয়ে তাসনিয়া
ছিল ফুলের চাষ নিয়া।
গোলাপ-গাঁদা-সূর্যমুখী
ফুটিয়ে সে ছিল সুখী;
সুখী ছিল দশ জনে তার
সেই ফুলের সুবাস নিয়া।

ফুলের মেয়ে তাসনিয়া
হাঁটতো কোলে হাঁস নিয়া।
তাই দেখে সব মোরগ এসে
কাঁধের ’পরে বসতো হেসে,
গরুগুলো থমকে যেতো
মুখে সবুজ ঘাস নিয়া।

হায়, সে মেয়ে তাসনিয়া-
কী যে হলো, হঠাৎ করে
চাঁদ-তারাদের রাস্তা ধরে
ফুড়–ৎ করে উড়ে গেল
সবার দীর্ঘশ্বাস নিয়া।


আরো সংবাদ



premium cement