২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শীতের পিঠে

-

শীতের পিঠে বেজায় মিঠে তৈরি করে মায়,
খুশি হয়ে ছেলে মেয়ে চেটেপুটে খায়।
খেজুর রসের ভেজা পিঠে কিংবা ভাপা পুলি,
খাওয়ার সময় মজা করে খোকা খুকিগুলি।
কে বা শোনে মায়ের কথা মুখে দিয়ে পিঠে,
সাবাড় করে মোষের মতো হোক তা কাঁচা মিঠে।
শীতের কালে সবাই ছোটে গাছির বাড়িরপানে,
পিঠে খেতে রসের হাঁড়ি মাথায় করে আনে।
রাস্তা পাশে হাটের ভেতর তৈরি পিঠে খেতে,
কেউ বা আমার পাগল হয়ে উঠে যেন মেতে।
কেউ বা ছোটে মামা বাড়ি শীতের পিঠের টানে,
জামাই ছোটে পিঠের লোভে শ্বশুর বাড়ির পানে।

শীতের পিঠে সবার প্রিয় হোক সে যুবক বৃদ্ধ,
খেতে থাকে খুশির সাথে কাঁচা কিংবা সিদ্ধ।
হাসের মাংস চিতই পিঠের মজা একটু বেশি,
শীতের পিঠে ভালোবাসে সকল বাংলাদেশী।

 


আরো সংবাদ



premium cement