২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পাতা ঝরার দিন

-


বনবনানীর সবুজ পাতা লাল আবিরে মাখা
দিন এসেছে পাতা-ঝরার নগ্ন গাছের শাখা।
কামড় দিতে কনকনে শীত আসছে তেড়ে উহু
কোথায় গেল বনের পাখি ডাকত কুহু কুহু!

এই তো সেদিন ডালে ডালে বসতো পাখির মেলা
গাছগাছালির সবুজ রঙেও ছিল মোহন খেলা।
ডাকতো কাছে ভাসিয়ে দিত সবুজ পাতার ভেলা
পাখপাখালির কাছেও তো পাইনি অবহেলা।

নীলাকাশের বাঁধভাঙা অই সূর্য কিরণ এসে
নরম ছোঁয়ায় মন ভরাতো নিখাদ হেসে হেসে।
এখন থাকে গোমড়া-মুখে নীলাকাশের মুখ
মন-ভারী এই আকাশ দেখে কাঁপছে ভয়ে বুক!

এই বুঝি এই আকাশ ভেঙে নামবে তুষারপাত
শীতের বুড়ি ঠকঠকাঠক করবে কাবু কাত!
কোথায় গেল কোথায় গেল সূর্য লালের তেজ!
আসছে দেখে শীতের কামড় গুটিয়ে নিছে লেজ।

 


আরো সংবাদ



premium cement

সকল