২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অতীতকালের স্মৃতি

-

খাতার পাতায় আঁকিবুঁকি রং করিতাম সাথে,
ঝিঁঝিঁ পোকার ডাক শুনিতাম প্রতি সন্ধ্যা রাতে।
ভূতের মজার গল্পগুলো শুনে দাদীর কাছে,
মনে হতো ভূতেরা সব থাকে বাড়ির পাশে।
মানুষ ছিল সাদাসিধা সহজ জীবন যাপন,
ভালো-ভুলো খবর নিতো ছিল কত আপন।
দল বেঁধে সব ঘুরতে যেতাম আমরা সবাই মিলে,
শাপলা শালুক তুলতে যেতাম গাঁয়ের পুকুর ঝিলে।
কিশোর কালের দিনগুলো যে মিষ্টি মধুর ছিল,
স্মৃতির পাতায় সব হারিয়ে সুখটা মুছে নিল।


আরো সংবাদ



premium cement