২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জলপরী ও এলিয়েন

-

সঙ্খ নদীর তীর ঘেঁষেই এলিয়েনের সেই ছোট ঘর। সেই ঘরটিতে এলিয়েন তার মাকে নিয়ে থাকে। নদীতে একটি জলপরীর আস্ফালন। সেই জলপরীর সাথে ইদানীং খুব বন্ধুত্ব জমেছে এলিয়েনের। আশপাশ খুব কম ঘরবাড়ি। এলিয়েনের বয়স আট হবে কিন্তু খুব চালাক ছেলে বটে। সারা দিন দুষ্টুমিতে ঘুরঘুর করে বেড়ায় আর সন্ধ্যায় ঘরে ফিরে। কিন্তু রাত হলেই যে জলপরীর সাথে ভাববিলাস তা এখনো তার মা-ও জানে না।
রাতের বেলা সেই নদীর তীরে বসে থাকে যখন মা ঘুমে থাকে। ‘ভয়’ শব্দটা এলিয়েনের কাছে পরাজয় স্বীকার করে। বহুবার মায়ের সুপ্ত মনের কাছে ধরা খেয়ে গেলে বকা শোনে কিন্তু মা বুঝতে পারেনি কেন এখানে আসে। তবুও সেই জলপরীর সঙ্গ লাভ করতে চলে আসে। কিন্তু চার-পাঁচ দিন ধরে জলপরীর দেখা নেই, এলিয়েন চিন্তিত! এক রাতে হঠাৎ জলপরীর সাথে কথা বলতে এসে এলিয়েন চমকে উঠে। দেখে জলপরী নদীর কিনারে বসে কাঁদছে!
এলিয়েন বলল বন্ধু, তুমি এতদিন আসনি কেন? তুমি কাঁদছ কেন?
বন্ধুর কান্না দেখে যেন সে-ও ভেঙে পড়ল।
এলিয়েন : বন্ধু, কী হয়েছে বলবে?
জলপরী : আমার বেদনার কথা তুমি শুনবে?
এলিয়েন : হ্যাঁ! সুখ-দুঃখের সাথী হতেই তো তোমার সঙ্গী হলাম, বলো।
আমি খুব চিন্তিত তোমার দেখা না পেয়ে!
জলপরী : কাঁদো কাঁদো গলায় বলল, এলিয়েনÑ আমার মা-বাবা দু’জনই মারা গেছে তাই কাঁদছি!
এ কথা শোনে বন্ধুর দুঃখ মুছতে এলিয়েনও কান্নায় অশ্রুসিক্ত।
এলিয়েন বলল, কেঁদো না বন্ধু, আমার মাকে তুমি মা বলে ডেকো। তুমি কাঁদলে আমারও খুব কষ্ট হয়।
জলপরী তার এসব সখ্য দেখে এলিয়েনকে খুব ভালোবাসতে লাগল।
প্রতি রাতে কত রকম সাগরের জিনিস এনে দেয় যা এলিয়েনের মা অবাক হয়ে বলে, কিরে তুই এসব জিনিস কই পেলি!
এলিয়েন কিছু না বলে মুচকি হাসি দিয়ে চলে যায়। মা, চিন্তা করতে থাকেÑ
আমার মানিক কোনো খারাপ কাজে লিপ্ত হয়নি তো? কারো জিনিস চুরি করেনি তো?
মায়ের মাথায় নানান ভাবনা আসতে থাকে।
আজ এলিয়েন সন্ধ্যায় যখন বাড়ি এলো মা তাকে ধরে বেঁধে ফেলল!
বল, তুই রাতে কোথা যাস? এত জিনিস কোত্থেকে আনিস? বল।
আজ সত্যটা না বললে তোর খবর আছে।
এলিয়েন বললÑ মা, চলো সময় হয়েছে তোমাকে দেখাব সেই রঙ্গখেলা। এতসব আমি কোত্থেকে আনি।
মা বলল, দুষ্টুমি না করে বল সত্যটা, এত রাতে কোথায় যাস?
না মা, কোথাও না, ঘর থেকে বের হয়ে নদীর তীরে! ছেলের কথামত গেল।
গিয়ে দেখে নদীর জল থেকে একটা কিছু উঠছে, এ দেখে মা অবাক চোখে তাকায়!
দেখে খুব সুন্দর একটি জলপরী
জলপরী বললÑ মা, আমি ওই নদীর জলে থাকি ‘জলপরী’।
আমার মা-বাবা কেউ নেই, আপনার এলিয়েন আমার প্রতি রাতের বন্ধু। আপনাকে আমি মা ডাকি।
এলিয়েন বললোÑ আমাকে জিনিসগুলো ও দেয় মা!
মা বুঝতে পারল, এরপর প্রতি রাতে এলিয়েন তার মাকে নিয়ে জলপরীর সাথে গল্প করে।


আরো সংবাদ



premium cement