২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শরৎ এলে

-

শরৎ এলে কাশের মিছিল
দোল খেলে যায় লুটোপুটি,
আকাশ জুড়ে নীলের বুকেÑ
টুকরো মেঘের ছুটোছুটি।

শরৎ এলে খালে-বিলে
দীঘির বুকে শাপলা ফোটে,
আধা জলে শিকার ধরেÑ
খলসে-পুঁটি বকের ঠোঁটে।

শরৎ এলে নির্মলতায়
জোছনার আলো উঠে হেসে,
মৌ, কামিনী হাসনাহেনারÑ
সুভাস রাতে বেড়ায় ভেসে।

শরৎ এলে প্রকৃতিটা
শান্ত এবং মিষ্টি থাকে,
কাশের নরম তুলি দিয়েÑ
রূপ উপমার ছবি আঁকে।

শরৎ এলে মৃদুমন্দ
বাতাস আসে নদীর বাঁকে,
বুনোপাখি দূরের গাঁয়েÑ
যায় উড়ে যায় ঝাঁকে ঝাঁকে।

শরৎ এলে বাঁশের ঝাড়ে
জোনাক বসায় আলোর মেলা,
বকের সারির শুভ্র ডানায়Ñ
রঙধনুর সাত রঙেরখেলা।


আরো সংবাদ



premium cement