২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাত্রি নামে

-


রাত্রি নামে আঁধার টেনে চোখের আবরণে
দিঘির জলে চাঁদ দোলে না ঢেউয়ের আন্দোলনে
রাত্রি কালো পোশাক পরে নিঝুম সারা গাঁ
ছাতিম গাছে চুপটি থাকে ভুতুম পেঁচার ছা।
জোনাক জ্বলে ঝাঁকড়া শাখে বাড়ির আঙিনায়
রাতচোরা সব শব্দ তোলে ক্ষীপ্র দুই ডানায়
শেয়ালগুলো প্রহর গুনে ডাকতে থাকে রোজ
এদিক-সেদিক ঘুরে করে রাতের খাবার খোঁজ।

আকাশ জুড়ে তারার মেলা মিটমিটিয়ে চায়
ঝিঁঝি ডেকে সমস্বরে-রাতের কোরাস গায়
কোয়াক করে দিঘির ধারে ছোট্ট মাছের ধ্যান
ডাহুকজোড়া একটানা গায় বিজন নিশির গান।
হাস্নাহেনার সুবাস মাখা রাতের পরিবেশ
গভীর ঘুমে স্বপ্ন দেখার হয় নাতো আর শেষ

ঘুলঘুলিতে লক্ষ্মী পেঁচা ভীতির চোখে চায়
গা এলিয়ে ঘুমায় যেন রাতের শীতল বায়।
রাত্রি নামে পাখির পাখার পালক খসার মতো
ধীরে ধীরে আবীর মুছে-আঁধার নামে যত
নীরব নিথর শান্ত মধুর-স্নিগ্ধ ভোরের আশায়
শুভ্র উজ্জ্বল দিনের পানে রাতের তরী ভাসায়

ঝিকিমিকি ভোরের আকাশ ফিকফিকিয়ে হাসে
মিনার থেকে ভোরের আজান মধুর সুর ভাসে
সজনে-শাখে দোয়েল ডাকে- এখন হলো ভোর
ঘুম জড়তা কাটিয়ে খোলো জলদি ঘরের দোর।


আরো সংবাদ



premium cement