২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

খোকা ও বাংলাদেশ

-


খোকা যখন পড়তে বসে সঙ্গে নিয়ে বই,
পড়ার চেয়ে অধিক বেশি করে সে হৈ-চৈ।
পাতাগুলো হিসেব করে শুরু থেকে শেষ,
খুঁজে দেখে আছে কোথা প্রিয় বাংলাদেশ।

দেশের প্রতি অনেক বেশি ভালোবাসা তার,
দেশটা যেন মায়ের সমান সুখের সমাহার।
পড়া ছেড়ে খোকা খুঁজে বাংলাদেশের ছবি,
যেথায় ওঠে রোজ প্রভাতে রক্তরাঙা-রবি।

পড়ালেখায় মন বসে না কি জানি কী ভাবে!
বই খুলে কি বইয়ের মাঝে মাকে খুঁজে পাবে?
বই না পড়ে ছোট্ট খোকা দেশের ছবি আঁকে,
দেশের মাঝে নিত্যদিনই পায় সে খুঁজে মাকে।

 


আরো সংবাদ



premium cement