২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বৃষ্টির দিন

-

আকাশে আজ মেঘ জমেছে,
সুয্যি মামার ছুটি
চাতক পাখি ভীষণ খুশি,
হেসে কুটিকুটি।
পাড়ার কচি-কাঁচার দলটি
খেলবে না আজ গুটি।
খোকার মনে শখ জেগেছে
খাবে ভাজা পুঁটি।

ঝরঝর করে বৃষ্টি এলো,
ফোটা কুটিকুটি।
মুরগিগুলো খোপের ভেতর,
হাত পা গুটিশুঁটি।

বৃষ্টির অজুহাতে খোকার
পাঠশালা আজ ছুটি।
খোকারা আজ মনের সুখে
ভিজছে বেঁধে জুটি।
পিচ্ছিল মাঠে পা পিছলিয়ে
খাচ্ছে লুটোপুটি
শিল পড়লে সবাই মিলে
করছে খোঁটাখুঁটি।


আরো সংবাদ



premium cement