২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইশকুলে তালা

-

স্কুলব্যাগ পড়ে আছে টেবিলের কোণে,
কাটে দিন শিশুদের গেম, টাচফোনে।
রোজ খেলে খোকাখুকু পাখিদের সাথে,
প্রজাপতি নিয়ে কভু আনমনে মাতে।
টিয়েপাখি, পুতুলের সাথে কথা হয়,
ইশকুলে তালা ঝোলে করোনার ভয়।
খোকা আর খুকু মিলে আম-লিচু খায়,
গ্রীষ্মের ছুটি যেন দুই মাস পায়।
ঘাসফুল তোলে কভু ভাইবোন মিলে,
খুশি হয় মায় সেরা ঘোষণাটা দিলে।
মাঠে খেলা, মাছ ধরা ভুলে গেছে তারা,
ছোটাছুটি না থাকাতে ঘুমিয়েছে পাড়া।
লেখাপড়া ছবি আঁকা হারিয়েছে সবই,
উঠবে কি পুবাকাশে সুদিনের রবি?


আরো সংবাদ



premium cement