২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শুদ্ধ জল নষ্টের দখলে

-


যদিও অভাগা আমি তবু ঢেউ কানায় কানায়
শুকোয়নি এ জলধি পালতোলা রঙিন জাহাজ
খুঁজে নেয় সেই ঘাট উড়ে আসে নীল পঙ্খীরাজ
মেঘেরাও বৃষ্টি হবে দোল খাবে রোদের ডানায়।

এ পৃথিবী মানুষের কিছুতেই দানবের নয়
চাঁদের কলঙ্ক নিয়ে ভাবে দেখো শুধু নষ্টরাই
যে নদী শুকিয়ে কাঠ তার চাই স্রোতের সানাই
দুর্নীতি বিদায় করো ফিরবেই সাহসের জয়।

এ দেশ আমার দেশ এ শেকড়ে মিশে আছি আমি
সযতেœ ফোটাই ফুল ভোমরের সুমিষ্ট গুঞ্জন
সান্নিধ্যের হোমানলে আনন্দিত হয়ে ওঠে মন
কতোটা কাছের তুমি এই কথা জানে অন্তর্যামী।
যেদিকে তাকাই আমি সব নদী পরিপূর্ণ জলে
তৃষ্ণার্ত চাতক দেখে শুদ্ধ জল নষ্টের দখলে...


আরো সংবাদ



premium cement