১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ফরিদ সাইদের ‘ফিরে চল আপন দেশে’

-

দেশ, জাতি, সমাজ ও মানুষের দুঃখকষ্ট সংগ্রাম নিয়ে কলম ধরেছেন কবি ফরিদ সাইদ। তার বলার ভাষা সহজ, সরল ও সাবলীল। পৃথিবীতে বাস করতে গেলে মানুষের নির্ভরযোগ্য ভূখণ্ড লাগে। তা শান্তিময় হতে হয় কিন্তু এরপর মানুষ যাবে কোথায়? জীবনের শেষে আবার জীবন। সেই দেশে যাওয়ার উদাত্ত আহ্বান রাখছেন এই কবি। যে জীবনের শেষ নেই। একজন সত্যসন্ধানী কবি হিসেবে তিনি সে কথাই তার ‘ফিরে চল আপন দেশে’ ছড়া কবিতার বইতে তুলে ধরেছেন। ‘মায়ের সুবাস’ শিরোনামের লেখায় তিনি লিখেছেন :
মায়ের সুবাস বারেবারে
আমার কাছে আসে
অনুভবে অনুরণে
বুকের ভেতর ভাসে।
‘মানুষ যেদিন হবে’ শিরোনামের লেখায় তিনি লিখেছেন এইভাবে :
মনে ভেজাল মাথায় ভেজাল
ভেজাল সারা অঙ্গে
কথায় ভেজাল কাজে ভেজাল
ভেজাল লোকের সঙ্গে।
কবি সমাজের মানুষের কথা ও কাজের অমিলগুলো এখানে তুলে ধরেছেন। বর্তমানে মানুষের ভয় করোনা। করোনা নিয়ে কবির অনুভূতি এ রকম :
ধরা যায় না
ছোঁয়া যায় না
দেখা যায় না চোখে
এই করোনায়
ঘরকুনো সব
কে বা তাকে রোখে?
সমাজের বাস্তব চিত্রাবলি, অসঙ্গতি ও সুপথে আহ্বান বারবার তার লেখায় প্রকাশ পেয়েছে।
‘ফিরে চল আপন দেশে’ এবারের একুশের বইমেলার অন্যতম প্রকাশনা। বের করেছে পরিলেখ প্রকাশনী। চার ফর্মার এই বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। প্রচ্ছদ করেছেন রজত। বাঁধাই কাগজ বেশ সুন্দর ও ঝকঝকে। বইটি ছোট বড় সবার ভালো লাগবে। বইটির বহুল প্রচার কামনা করছি। হ

 

 


আরো সংবাদ



premium cement