২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হাহাকার

-

যাচ্ছি এ পথ ধরে
শুনি ওই পথে কোন এক লোকে
আকুলি বিকুলি করে।
কাছে এসে দেখি লোক সমাবেশ
গোলাকার করে খাড়া
মাঝে এক লোক হাতজোড় করে
ক্ষমা চেয়ে দেয় সাড়া
দেখি সে নতুন রিক্সাচালক
নিত্য বেরোয় ভোরে
দিন-রাতভর যাত্রি নিয়ে
শহরজোড়া ঘোরে।
দেহ তার আহা হাড় জিরজিরে
নির্জীব মরুচর
হয়তো বা পাবে টিকে থাকা কিছু
আয়ুহীন নিশাচর।
সূর্যের তাপ ঠেকাবে কে আর,
গাত্র যে তার খালি
দেহে চিকচিক ঘামের ঝিলিক,
যেন জ্বলে মরুবালি।
পাঁজরের হাড় চামড়ার বাঁধ
সইবে না কভু আর
ফেটে-ফেটে যেন বের হয়ে যাবে
জীবনের হাহাকার।

 


আরো সংবাদ



premium cement