২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আলোকচিত্র

-


নূতন পলির চরে শৈস্য আর রক্তপাত হয়
প্রতিবার খন্দের সময় এই সব চরাঞ্চলে
আসে পাখি, ক্ষেত-মজুরেরা আর নিকারি, বাওয়ালি।
কেউ ঘুরে ঘুরে স্কুল-মাদরাসার চাঁদা তোলে, কেউ
কেউ রূপবানের বায়না দিয়ে রাজা হয়ে ফিরে আসে টঙ্গে
চিন্তাক্রান্ত চোখে শস্য আনে স্বপ্নের জোয়ার;
মহাজনি নাওয়ের গেরাফি বুঝি দুলে ওঠে তাতে।
শুধু খন্দের সময় চর হয় পাকা আঁকা ছবিÑ
ক্রমে তার রঙ চটে যায়, চোখের জলের ঢেউ
বিনা বাতাসেও ওঠে, রেখা মুছে যায়, ভাঙে পাড়।
রূপবানের করুণ বিলাপ শূন্যমাঠে খাঁ খাঁ করে
পাখি যায়, পাখি আসে, শুধু পালকেরা পড়ে থাকে।

 


আরো সংবাদ



premium cement